23 December- 2024 ।। ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ


যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যা মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক-ঢাকাঃ ঢাকার দক্ষিনখান থানার পুলিশ আজ বৃহস্পতিবার সকালে বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি নামে্র দুই আওয়ামী দোসর ও চাঁদাবাজ চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে।নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ,দেশের এর একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়।সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও গন আন্দোলনের মাধ্যমে যে বৈপ্লবিক পরিবর্তন হয়, তাতে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ত্যাগ উল্লেখযোগ্য।

গণআন্দোলন পরবর্তী সময়ে চাঁদাবাজ ও কুচক্রী একটি গ্রুপের পায়তারা চলতে থাকে।তারা বিভিন্ন ভাবে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এর নামে অপপ্রচার চালায় এবং গুন্ডাবাহিনী নিয়ে আক্রমন করে।বিষয়ত এই দলের প্রধান হোতা হিসেবে থাকে বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি।উল্লেখ্য,আওয়ামী রেজিমের দোসর এই বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি।যারা টেন্ডারবাজি ও আওয়ামীলীগ এর বিভিন্ন মন্ত্রীদের পোষা ছিল।

৩১ অক্টোবর ২০২৪,সকাল ৯ টায় ২০০ জনের একটি গুন্ডাবাহিনী নিয়ে তারা আক্রমন চালায়,হামলার জায়গাতে আহত হয় ২০ জনের উপরে।এর মাঝে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে মুমূর্ষ মনির হোসেন ও হাবিবুর রহমান নামের বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা।এসময় ১০ থেকে ১২ জনের মত ছাত্র আহত হয়।এ সময় ছাত্র শিক্ষক কর্মকর্তারা এক হয়ে অস্ত্রধারী পোষা সন্ত্রাসীদের পাকড়াও করে।আওয়ামী দোসর ও টেন্ডারবাজ বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানিকে আটক করে রাখে।পরে যৌথবাহিনীর কাছে অর্থলিপ্সু ও চাঁদাবাজ অপরাধী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানিকে সোপর্দ করে।

এর আগেও এরা ২৬ই আগস্ট ২০২৪ এ সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায় নর্দান ইউনিভার্সিটি এর কর্পোরেট অফিসে।কর্পোরেট অফিসে বেশ কিছু নারী কর্মচারীর শ্লীলতা হানির চেষ্টা চালায় এবং ব্যপক ভাঙ্গচুর করে।জানা যায়,তারা রাজধানীর ধানমন্ডি থানার ১/১৩৬ নং মামলার আসামী।ওই মামলায় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী আসামি।একই সাথে তারা যাত্রাবাড়ী থানার সি আর ৮৩৭/২০২৪ মামলার আসামী।তাদের নামে যাত্রাবাড়ী দক্ষিণখান থানাতে ও একটা মামলা আছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় সরাসরি শেখ হাসিনার পক্ষে মাঠে ময়দানে ছিল।গণ অভ্যুত্থানের পর রাজধানীর ধানমণ্ডি থানায় বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নং আসানি করে একটা মামলা করেন।ওই মামলায় আট সাথে সহযোগী আসামি।মামলায় বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানিকে দক্ষিণ থানার পুলিশ গ্রেফতার করেছে।জানা গেছে,ওই দুই ব্যক্তি ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপরে সরাসরি আক্রমণ করেছিল।

Authorized ।।
বিজ্ঞাপন


More News Of This Category


October 2024
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


সম্পাদকঃ মোহাম্মদ হৃদয় খান
নির্বাহী সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান.
সহকারী সম্পাদকঃ মোঃ সোহেল
অফিস ঠিকানাঃ
সেক্টর নং-১০,রোড নং-২৩,বাসা নং-৪৩
উত্তরা ঢাকা ১২৩০
মেইলঃ sangbadprto@gmail.com
ফোন নাম্বারঃ ০১৭০১৮৮৬৭৬৬ ০১৯১১৫৫৮৮৬৩।
টপ
বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি’র গণসমাবেশ ১১ নং ভরপাশা ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালী ও আলোচনা সভা কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব ইজতেমা দুই পর্বে ৩১ জানুয়ারি-২ ফেব্রুয়ারি ও ৭-৯ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যা মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেপ্তার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া-স্বরাষ্ট্র উপদেষ্টা সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে বাঁচাতে বিএনপি নেতা মোস্তফা জামান মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অবস্থান অনেক ভালো-স্বরাষ্ট্র উপদেষ্টা