নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ঈদুল আযহায় ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায়,যত্রতত্র গাড়ি পার্কিং ও যাত্রী উঠা নামা নিষেধের হুশিয়ারি দিয়েছেন ডিএমপির ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি)সাখাওয়াত হোসেন সেন্টু।
বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সে সোমবার(১০ জুন) দুপুর ২টায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রাফিক সচেতনামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত বাস মালিক সমিতি ও কর্মচারী শ্রমিক প্রতিনিধিদের তিনি এ হুশিয়ারি দেন।
ট্রাফিক পুলিশের বিমানবন্দর জোনের আয়োজনে কর্মশালাটির সভাপতিত্ব করেন বিমানবন্দর ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. জাহিদ সারোয়ার এবং সঞ্চালনা করেন জসিমউদ্দিন ট্রাফিক পুলিশ বক্সের টিআই ইউনুস মিয়া আখন্দ।
এসি সাখাওয়াত হোসেন সেন্টু বলেন,যত্রতত্র বাস থামানো যাবে না।বাস-ব্যবহার,বাস স্টপেজে যাত্রী ওঠানামা করতে হবে।অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী পরিবহন করতে দেয়া হবে।
তিনি বলেন,ওভারটেকিং ও ওভারস্পিডিং,এক রুটের গাড়ি অন্যরুটে চলাচল করতে দেয়া হবে না।এছাড়াও যাত্রীদের মলম পার্টি,পকেটমার ও ছিনতাইকারী হতে সাবধান থাকতে সতর্ক করাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এসি সাখাওয়াত হোসেন সেন্টু।এসব নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা তিনি।
Authorized ।। mizanur rahman