রংপুর প্রতিনিধি: রংপুর বিভাগের তিন জেলায় মহাসড়কে সাঁড়াশি অভিযান চালিয়ে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১৩)।র্যাব সূত্র জানিয়েছে,রংপুর জেলার হারাগাছ এলাকা থেকে ৫ জন,কুড়িগ্রাম জেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়ক থেকে ৪ জন এবং নীলফামারী জেলার জলঢাকা নীলফামারী মহাসড়ক থেকে ২ জনসহ মোট ১১ জন চাঁদাবাজকে আটক করা হয়।
আজ রোববার সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব’র) উপ-পরিচালক (মিডিয়া)স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,গতকাল শনিবার বিকেল ৫ টা থেকে দিবাগত রাত সোয়া ১১ টা পর্যন্ত রংপুর,কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় পৃথক তিনটি জায়গায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রংপুর জেলার হারাগাছ এলাকা থেকে পাঁচজন চাঁদাবাজকে আটক করা হয়। তারা হলো,মোঃ মাসুদ আহমেদ(৪৫),শ্রী দিপক সরকার(৪০),মোঃ জালাল মিয়া (৩২),শ্রী পলাশ চন্দ্র রায়(৩২),মোঃ মিলন মিয়া (৩২),কুড়িগ্রাম জেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়ক থেকে আটক ৪ জনকে আটক করা হয়।তারা হলো, মোঃ জাবেদ (৩৪),মোঃ শাহাবুল ইসলাম(২৯)মোঃ বেলাল হোসেন (২৭),মোঃ ইব্রাহিম আলী (৩৮),নীলফামারী জেলার জলঢাকা নীলফামারী মহাসড়ক থেকে মোঃ শাহআলম (৪৩) ও মোঃ গোলাম মোস্তফা(৪২)নামে ২ জন চাঁদাবাজকে আটক করা হয়।
এসময় তাদের নিকট থেকে বেশ কিছু টাকা,মোবাইল ফোন ও লাঠি উদ্বার মূলে জব্দ করা হয়।তাদের রংপুর জেলার হারাগাছ,কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর ও নীলফামারী জেলার জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Authorized ।। mizanur rahman