মিজানুর রহমান:
পুলিশের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে আপনারা ধরে বেঁধে রাখবেন বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ওসি(তদন্ত)মো:আমিনুল ইসলাম।তিনি আজ সোমবার বিকেলে রাজধানী তুরাগের চন্ডাল ভোগ গ্রামের বঙ্গবন্ধু সমাজ কল্যাণ সংসদ প্রাঙ্গণে তুরাগ থানার কমিউনিটি বিট পুলিশিং-ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ডিএমপি’র তুরাগ থানা পুলিশ এই সভার আয়োজন করেন।তুরাগ থানার ওসি তদন্ত মো:আমিনুল ইসলাম মত বিনিময় সভায় সকলের উদ্দেশ্যে বলেন,ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:শেখ সাদিক ও ওসি (তদন্ত) মো:আমিনুল ইসলামের নাম ভাঙ্গিয়ে কেউ কোথাও চাঁদাবাজি করলে তাকে আপনারা ধরে বেঁধে পুলিশকে খবর দিবেন।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন,আমি(ওসি তদন্ত) এবং অফিসার ইনচার্জ(ওসি) মো:শেখ সাদিক চাঁদার টাকা খাইনা।কেউ যদি এই কাজটি করেন তাহলে আমাদেরকে আপনারা জানাবেন।পুলিশের একার পক্ষে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।তবে,আমি এব্যাপারে সবোর্চচ চেস্টা করবো বলে জানান তিনি।তিনি আরও বলেন,আপনারা তুরাগ থানায় সেবা নিতে যাবেন একটি টাকাও লাগবে না।আপনাদের সবার জন্য থানার দরজা খোলা।
মাদক কারবারি ও সেবনকারীর উদ্দেশ্যে ওসি বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের জিরোট্রলারেন্স চলছে।আমরা এবিষয়ে কাউকে কোন ধরনের ছাড় দিবো না।যত বড় শক্তিশালী ও ক্ষমতাধারী ব্যক্তি হউক।তাকে আইনের আওতায় নিয়ে আসবো।তিনি বলেন,মাদক বিক্রেতা ও সেবনকারী ছেলে হউক আর মেয়ে হউক তাদেরকে ছাড় দেয়া হবে না।দরকার হলে তাদের ডোপটেস্ট করা হবে।নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা বাথ রুমে গিয়ে দীর্ঘক্ষণ কি করে সে দিকে নজর দেয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান পুলিশের এ কর্মকর্তা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমান সবুজ বলেন,পুলিশের সক্ষমতা ও কাজ আগের চেয়ে অনকটা বেড়েছে।আমি ভৈরবে চাকরি করা অবস্হায় প্রায় ১৭শ ব্যক্তি (অপরাধী)কে বিভিন্ন অপরাধে দন্ড দিয়েছি।এটা ছিল সারা বাংলাদেশের একটা রেকর্ড।সভাপতির বক্তব্যে কাউন্সিলর বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব মো:নাসির উদ্দিন বলেন,এক সময় গ্রামে গ্রামে চুরি ডাকাতি হত।এখন সেটা কমে এসেছে।বর্তমানে কিশোর গ্যাংয়ের সংখ্যা তুলনামূলক ভাবে বেড়ে গেছে।তাদের অধিকাংশের বয়স ১১-১৫ বছর হবে।ডিএনসিসি সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর কমলা রাণীমুক্তা বলেন,খালপাড় ব্রিজের ঢালে সড়কে প্রতি নিয়তই যানজট লেগে যায়।সে কারনে সেখানে কোন ধরনের ভ্যান গাড়ি ও দোকান পাট ফুটপাত না রাখার জন্য পুলিশের প্রতি আহবান জানান তিনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব মো: নাসির উদ্দিনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবুল কালাম রিপন,বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস)-এর সাংবাদিক মনির হোসেন জীবন,মো:নবীন হোসে,মো: ফারুক হোসেন,মো: ফরহাদ হোসেন,মোস্তফা কামাল মাস্টার,নিজাম উদ্দিন,আবুল কাশেম,আবুল হোসেন,শহিদুল ইসলাম,মোক্তার হোসেন, সিরাজুল ইসলাম,আওয়ামীগের একনিষ্ঠ কর্মী নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষার্থী,ব্যবসায়ীসহ এলাকাবাসিরা।
Authorized ।। mizanur rahman