11 January- 2025 ।। ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ


উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলী বাবু’হত্যা মামলার আসামী’মাসুদ মিরপুরে আটক

মিজানুর রহমানঃ রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলী বাবুকে নির্মমভাবে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী’মাসুদকে মিরপুরের দারুস সালাম থানা এলাকা থেকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।র‍্যাব সূত্র জানিয়েছে,গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে র‍্যাব-১,উত্তরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের দারুস সালাম থানার গাবতলী বাস টার্মিনালের ইন্টাকো ফিলিং স্টেশনের সামনে আহাদ পরিবহন থেকে তাকে আটক করে।আজ সকালে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এসব তথ্য জানান।তিনি জানান,আটক আসামীর নাম মোঃ মাসুদ রানা(৩৪)।রংপুর জেলার রংপুর কোতয়ালী সদর থানার বাসা নং-১৮১,রোড নং-৬/১,ধাপ কটকি পাড়া মোঃ আনোয়ার হোসেনের পুত্র।

থানায় মামলা ও ঘটনার বিবরণ উল্লেখ করে র‍্যাব জানান,২০২৪ সালের ১৩ এপ্রিল দুপুর আনুমানিক ২ টা ২০ মিনিটের সময় বাদী মোছাঃ জোসনা খাতুন(৩৬),পিতা-মোঃ আঃ করিম স্বামী-মৃত মোহাম্মদ ফুলবাবু (৩৯)(CGGC ইঞ্জিনিয়ার) সাং-কিশামত মালভাঙ্গা,মোগলবাসা ইউপি,থানা-কুড়িগ্রাম সদর,জেলা-কুড়িগ্রাম-মোবাইল এর মাধ্যমে সংবাদ পান যে,তার স্বামী উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।বাদী মোছাঃ জোসনা খাতুন ওই হাসপাতালে উপস্থিত হয়ে তার স্বামীর মৃত দেহ সনাক্ত করে।পরবর্তীতে জোসনা খাতুন জানতে পারেন,গত ১৩ এপ্রিল ২০২৪ তারিখ আনুমানিক দুপুর ১২ টার সময় উত্তরা পশ্চিম থানার ৭ নং সেক্টরস্থ আজমপুর ওভারব্রীজের নিচে তার স্বামী এবং তার অফিস স্টাফ ইয়াছিন এর সহিত আসমানী পরিবহণ (ঢাকা টু মদনপুরগামী,যার রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৫-৯৪৭৭)এর হেলপার ও এজাহার নামীয় হত্যা মামলার আসামী মোঃ মাসুদ রানা(৩৪) এর সাথে কথা কাটাকাটি হয় এবং ওই আসামী মোঃ মাসুদ রানাকে জোরপূর্বক অফিস স্টাফ ইয়াছিনকে গাড়ীতে উঠিয়ে নিয়ে হাউজ বিল্ডিং এ নামিয়ে দেয়ার ঘটনা ঘটে।

ওই ঘটনার প্রেক্ষিতে CGGC এর কয়েকজন কর্মচারি কর্তৃক প্রতিবাদের জেরে আসমানী পরিবহণ এর স্টাফদের সহিত CGGC এর কয়েকজন কর্মচারিদের মধ্যে আব্দুল্লাহপুর এলাকায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।এ ঘটনার জেরে একই তারিখে মোঃ মাসুদ রানা সহ আরো কয়েজন (৫/৭)পূর্বপরিকল্পিত ভাবে মোহাম্মদ ফুলবাবু(৩৯) CGGC ইঞ্জিনিয়ারকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে।মেডিক্যালে নিয়ে গেলে,উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টা ৫০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন।পরবর্তীতে গত ১৪ এপ্রিল ২০২৪ তারিখ আনুমানিক বিকেল সাড়ে ৪ টার সময় মৃত মোহাম্মদ ফুলবাবু (৩৯) এর স্ত্রী মোছাঃ জোসনা খাতুন (৩৬) উত্তরা পশ্চিম থানায় হাজির হয়ে মোঃ মাসুদ রানা(৩৪),পিতা-মোঃ আনোয়ার হোসেন,সাং-বাসা নং-১৮১,রোড নং-৬/১,ধাপ কটকি পাড়া,থানা-রংপুর কোতয়ালী (সদর),জেলা-রংপুর’সহ কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব সূত্র বলছে,পরবর্তীতে CGGC ইঞ্জিনিয়ার প্রকল্পের প্রকৌশলী মৃত মোহাম্মদ ফুলবাবুর ঘাতক হেলপার ও আসামী মোঃ মাসুদ রানা’সহ হত্যা ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য র‍্যাব-১ ছায়াতদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখে।র‍্যাবের এ কর্মকর্তা জানান,বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে র‍্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানা এলাকায় আত্মগোপনে রয়েছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানার গাবতলী বাস টার্মিনালের ইন্টাকো ফিলিং স্টেশনের সামনে আহাদ পরিবহন থেকে পলাতক আসামী মাসুদ রানাকে আটক করতে সক্ষম হয়।

র‍্যাব বলছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ওই পলাতক আসামী তার নাম ও ঠিকানা সঠিক বলে স্বীকার করেছে এবং সে গ্রেফতার এড়ানোর জন্য মিরপুরের গাবতলী বাস টার্মিনালসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল বলে জানান।

Authorized ।।
বিজ্ঞাপন


More News Of This Category


May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


সম্পাদকঃ মোহাম্মদ হৃদয় খান
নির্বাহী সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান.
সহকারী সম্পাদকঃ মোঃ সোহেল
অফিস ঠিকানাঃ
সেক্টর নং-১০,রোড নং-২৩,বাসা নং-৪৩
উত্তরা ঢাকা ১২৩০
মেইলঃ sangbadprto@gmail.com
ফোন নাম্বারঃ ০১৭০১৮৮৬৭৬৬ ০১৯১১৫৫৮৮৬৩।
টপ
সচিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা কালিয়াকৈরে পুলিশের জমি আত্মসাদ,গ্রেপ্তারি পরোয়ানার পরেও আসামী ধরা-ছোয়ার বাহিরে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি’র গণসমাবেশ ১১ নং ভরপাশা ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালী ও আলোচনা সভা কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব ইজতেমা দুই পর্বে ৩১ জানুয়ারি-২ ফেব্রুয়ারি ও ৭-৯ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যা মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেপ্তার