মিজানুর রহমানঃ
রাজধানী উত্তরা তুরাগ থানাধীন কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভা করেছেন তুরাগ থানা পুলিশ।উক্ত বিট পুলিশিং ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ জসিম উদ্দিন মাহমুদ পলাশ সভাপতি,০২ নম্বর বিট তুরাগ থানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা কমলা রানী মুক্তা,সংরক্ষিত মহিলা কাউন্সিলর,৫২,৫৩,৫৪ নং ওয়ার্ড মোঃ নাছির উদ্দিন সাধারণ সম্পাদক তুরাগ থানা কৃষকলীগ,মোঃ শেখ সাদিক অফিসার ইনচার্জ,তুরাগ থানা,মোঃ আমিনুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত) তুরাগ থানা,মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী পুলিশ পরিদর্শক(অপারেশন)তুরাগ থানা, মোঃ আশরাফুল হক রুবেল,সাধারণ সম্পাদক,০২ নং বিট তুরাগ থানা, এসআই/পাবেল মিয়া,ইনচার্জ,০২ নং বিট তুরাগ থানাসহ আরও অনেক গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
বিট পুলিশিং ও মতবিনিময় সভায় জঙ্গী,মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ,ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আলোচনা করা হয়।মতবিনিময় সভায় তুরাগ থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন,আজ আপনাদের একত্রিত করার কারণ একটাই,সমাজ থেকে অপরাধী দূর করে সমাজ কে সুন্দর ভাবে গড়ে তুলতে আমাদের কে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করছি।আমরা পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া,সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিটি এলাকায় বিট পুলিশিং মতবিনিময় সভা করছি।
জনসাধারণকে যেকোনো প্রয়োজনে পুলিশকে তথ্য প্রদানসহ পাশে থাকার জন্য আহবান করছি।তুরাগ থানা পুলিশের সেবার প্রয়োজনে কোন তদবির ও আর্থিক লেনদেন না করে থানায় এসে আপনার কাঙ্খিত সেবা গ্রহণ করার আহবান করা হলো।আপনাদের সেবার মান বাড়াতে আমরা আপনার এলাকায় ওয়ার্ড ভিত্তিক এক বা একাধিক ইউনিটে ভাগ করে পরিচালিত বিট পুলিশিং কার্যক্রম করছি।
ওসি অপারেশন বলেন,যারা মাদকের সাথে জড়িত আছেন,মাদক সেবন করছেন আজ থেকে ছেড়ে দেন।আমরা আপনাদের কে ভালো হওয়ার একটা সুযোগ করে দিলাম।এর পর আর কোন সুযোগ পাবেন না।আপনাদের এলাকায় বিট পুলিশিং কার্যক্রমে প্রতিটি বিটের দায়িত্ব প্রদান করে এক বা একাধিক পুলিশ কর্মকর্তা নিয়োজিত থাকবেন।আপনারা নির্ভয়ে পুলিশ কে সহযোগিতা করুন।আমাদের কাছ থেকে সেবা নিন আপনাদের সেবা করার জন্যই আমরা আপনার এলাকায় নিয়োজিত।
Authorized ।। mizanur rahman