নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি সাংবাদিকের উপর হামলা,মামলা এবং সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।শনিবার বিকেল ৪ টায় উত্তরার হাউজবিল্ডিং এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
দৈনিক আমার প্রানের বাংবাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন উত্তরা প্রেস ক্লাবের সভাপতি রাসেল খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।সাংগঠনিক সম্পাদক স্বপন রানা সোহেল,সাংবাদিক জাবেদ আল মামুন সহ উত্তরায় বসবাসরত এবং কর্মরত বিভিন্ন টেলিভিশন,পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের শতাধিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উত্তরা প্রেস ক্লাবের সভাপতি রাসেল খান বলেন,সাংবাদিকদের উপর অন্যায়ভাবে কোন হামলা মামলা হলে আমরা কখনোই বসে থাকবো না।সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ না হলে।আমরা প্রয়োজনে রাজপথ অবরোধ করবো।
Authorized ।। mizanur rahman