23 December- 2024 ।। ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ


রানা প্লাজা ধসের ১১ বছর পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ ও ন্যয্যবিচার না পাওয়ায় ভুক্তভোগীদের ক্ষোভ

মোঃ আল আমিন সরকারঃ দেশের ইতিহাসে ভয়াবহ এক ট্রাজেডি ছিল সাভারের রানা প্লাজা ধস।ঘটনার ১১ বছর পেরিয়ে গেলেও দায়ের হওয়া মামলা গুলোর এখনো নিষ্পত্তি হয়নি।ভুক্তভোগীরা আজও ন্যায্য ক্ষতিপূরণ পাননি,বেশির ভাগ শ্রমিকের পুনর্বাসনও সম্ভব হয়নি।এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে রয়েছে ক্ষোভ।রানা প্লাজায় নিজের দুই ছেলেকে হারানো রুবি আক্তার জানান,তার বড় ছেলে কাজ করত আট তলায়,আর ছোট ছেলে ছয় তলায়।বড় ছেলের লাশ পেলেও ছোট ছেলেটি এখনও নিখোঁজ।দুর্বিষহ কষ্টে জীবনযাপন করছেন তিনি।

তিনি আরও বলেন,বড় ছেলে এক ছেলে সন্তান রেখে যায়।তাকে মাদ্রাসায় পড়াচ্ছি।আমি চায়ের দোকান করে সংসার চালাচ্ছি।ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে তিনি বলেন,এখনো কোনো কিছু পাইনি।বিচার সেটাও দীর্ঘ ১১ বছরে পেলাম না।রানা প্লাজায় আহত শ্রমিক সাজিদ হোসেন বলেন, সেদিনে স্মৃতি এখনো ভুলতে পারেননি।স্মৃতি হাতড়িয়ে বলেন,দুর্ঘটনার দিন সকাল পৌনে নয়টার দিকে বিদ্যুৎ চলে যায়।তখন জেনারেটর চালু করলো আর ভবন ধসে পড়লো।আমি চারতলায় চাকরি করতাম।পায়ের কাছে যে মেশিন ছিল,সেটা পায়ে গেঁথে গেলে পড়ে যায়।এর ১০-১৫ মিনিট পর জ্ঞান ফিরলে দেখি ভবনে আটকা পড়েছি।তখন চারদিক থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসছিল।বের হওয়ার রাস্তা নাই।এভাবে তিন দিন আটকা ছিলাম।পরে উদ্ধারকর্মীরা বের করে আনে।

বর্তমানে দুর্বিষহ জীবনযাপন করছি,পুরোপুরি সুস্থ হতে পারি নাই এখনও অসুস্থ।পাঁচ মাস আগে লিভারে সমস্য,রক্ত বমি নিয়ে হাসপাতালে ভর্তি হলে লাখ টাকা খরচ হয়।ভবনের ছয় তলায় কাজ করা শ্রমিক মরিয়ম ক্ষোভ নিয়ে বলেন,দীর্ঘ এক যুগে কি করল সরকার।বছরের এই দিন হলে নেতারা আসে,ছবি তোলে।আমাদের কে তো কিছুই দেওয়া হলো না।বিচারও পেলাম না।দুর্ঘটনা কথা এখনো ভুলতে পারেন না তাসলিমা বেগম।তিনি বলেন,সব সময়ই সেই দিনের কথা মনে পড়ে।আক্ষেপের সুরে তাসলিমা বেগম বলেন,ওই দুর্ঘটনায় আমার পা ভেঙে যায়।এখন কোনো কাজ করতে পারি না।বোতল কুড়িয়ে পেট চালায়।কেউ আমাদের জন্য কিছু করলো না।

শ্রমিক নেতারা বলছেন,সরকারের সদিচ্ছার অভাবেই এখনও শ্রমিকরা ন্যায্য পাওনা বুঝে পায়নি ভুক্তভোগীদের দুর্ভোগ লাগবে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসেন বলেন,রানা প্লাজা ধসের মামলার বিচারে সরকারের সদিচ্ছা দরকার।মামলা করেছে সরকার।তারা চাইলে এতদিনে বিচার হতো। ১১ বছরে এ মামলায় ৪৮ বার দিন পড়েছে।গতকাল সরকারের প্রসিকিউটর এক সভায় বলেছেন নানা রকম সমস্যা আছে।সাক্ষী পাওয়া যায় না।তারা বিভিন্ন প্রান্তে থাকেন,আসা-যাওয়ার খরচ পায় না।আগামী বছর রানা প্লাজা ধসের এক যুগ পূর্তি হবে।তার আগে আমরা এ মামলার বিচার চাই।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বলেন,রানা প্লাজা ধসের আজকে ১১ বছর পার হচ্ছে।এখনো শ্রমিকদের ক্ষতিপূরণ,পুনর্বাসন,সঠিক চিকিৎসা কোনোটাই দেওয়া হয়নি।তিনি বলেন,দুঃখজনক হলো ঘটনার সঙ্গে জড়িতরা এখনো দিব্যি ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন।আমরা চাই অবিলম্বে রানা প্লাজায় কর্মরত শ্রমিকদের ক্ষতিপূরণ,পুনর্বাসন,চিকিৎসা সেরা নিশ্চিত করা।আর এ ঘটনার সঙ্গে দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করা।এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান,রেহেনা আহমেদ (ডলি) অনন্যা নেত্রীবৃন্দ।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন,রানা প্লাজা ধসের মতো ঘটনা আর যাতে না ঘটে। সেজন্য আমরা নিয়মিত কারখানা পরিদর্শন করে থাকি।

Authorized ।।
বিজ্ঞাপন


More News Of This Category


April 2024
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


সম্পাদকঃ মোহাম্মদ হৃদয় খান
নির্বাহী সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান.
সহকারী সম্পাদকঃ মোঃ সোহেল
অফিস ঠিকানাঃ
সেক্টর নং-১০,রোড নং-২৩,বাসা নং-৪৩
উত্তরা ঢাকা ১২৩০
মেইলঃ sangbadprto@gmail.com
ফোন নাম্বারঃ ০১৭০১৮৮৬৭৬৬ ০১৯১১৫৫৮৮৬৩।
টপ
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি’র গণসমাবেশ ১১ নং ভরপাশা ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালী ও আলোচনা সভা কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব ইজতেমা দুই পর্বে ৩১ জানুয়ারি-২ ফেব্রুয়ারি ও ৭-৯ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যা মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেপ্তার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া-স্বরাষ্ট্র উপদেষ্টা সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে বাঁচাতে বিএনপি নেতা মোস্তফা জামান