মিজানুর রহমানঃ
রাজধানী উত্তরা তুরাগ থানাধীন এলাকায় ঈদ পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।বিভিন্ন পয়েন্টে সন্দেহ ভাজনদের ব্যাগ তল্লাশীসহ নজরদারী বৃদ্ধি করেছে স্থানীয় থানা পুলিশ।তুরাগ থানাধীন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,তুরাগের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরাগ থানা পুলিশ।সর্বক্ষনিক অপরাধী ও সন্দেহ ভাজনদের কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে।চলছে জোর তল্লাশী ও পুলিশি টহল,সেই সাথে পুলিশি অভিযান,সব মিলিয়ে পুলিশ বেশ তৎপর।
এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন,এই নিরিবিলি ঢাকাতে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতন।এভাবে পুলিশ সবসময় তৎপর থাকলে চুরি,ছিনতাই অথবা বিভিন্ন অপরাধের সংখ্যা অনেকাংশে কমে আসবে।
তুরাগ থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন,অন্যসব সময়ের চেয়ে তুলনা মূলক ভাবে ঈদের সময় ঢাকা ফাকা থাকে।এ সুযোগ কাজে লাগাতে অপরাধীরাও তৎপর হয়ে উঠে।সে কারণেই অন্য সময়ের তুলনায় এ সময় অপরাধ ও অপরাধীদের দমনে পুলিশি অভিযান বৃদ্ধি করা হয়ে থাকে।যাতে করে নগরবাসীর জানমালের নিরাপত্তা ব্যবস্থা করা যায়,কোন ভাবেই যেন নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতি না হয় এদিক খেয়াল রেখেই আমাদের অভিযান বৃদ্ধি করা হয়।
এরই ধারাবাহিকতায় তুরাগ থানার বিগত দিনের ক্রাইম এনালাইসিস করে চারটি স্পট নির্ধারণ করা হয়েছে।যেগুলো হলো,উত্তরা ১৮ নং সেক্টর কচিং চেকপোস্ট,বউ বাজার চেকপোস্ট,মেট্রোরেল ৮১ নং ফিলার চেকপোস্ট,ধউর চৌরাস্তা চেকপোস্ট।এসব এলাকায় তুরাগ থানা পুলিশের জোরালো চেকপোষ্ট ও অভিযান কার্যক্রম চলমান রয়েছে।
Authorized ।। mizanur rahman