মোঃ নুরুন্নবী বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোশনের তুরাগের,কামারপাড়া,ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার ১৮ বছরের এক যুবক ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছেন।বিশিষ্ট ইসলামিক স্কলার ইসলাম প্রচারক ও অত্র মসজিদের সম্মানিত খতিব মুফতী নেছার উদ্দীন আহমাদ এর কাছে কালেমার বাক্য পাঠ করে ইসলাম গ্রহণের ঘোষণা দেন।
সোহান রায় বলেন,আমি দীর্ঘদিন যাবত ইসলাম ধর্মের আচার-আচরণ,সংস্কৃতি ও সর্বপরী ইসলাম ধর্মের শান্তির বানীর প্রতি আকৃষ্ট হয়ে ধীরে ধীরে ইসলাম ধর্মকে অতিশয় ভালবেসে ইসলাম ধর্ম গ্রহণে সিদ্ধান্ত নেই।জুমার নামাজের পুর্বে কেন্দ্রীয় মসজিদের দেড় হাজার মুসুল্লীকে সামনে রেখে কালিমা পাঠ করেন।ইসলাম গ্রহনের পর তার নাম সংশোধন করে রাখা হয় আব্দুর রহমান মোহাম্মদ সাব্বির।
নামাজ বাদ তার জন্য মসজিদে দোয়া হয় এবং সাধাররণ মুসুল্লিরা সকলে তাদের দীনি ভাইকে বুকে টেনে নিয়ে একাত্বতা প্রকাশ করেন।নামাজ শেষে খতিব সাহেব লুবাব ব্রান্ডের একটা জুব্বা নব মুসলিম ভাইকে হাদিয়া দেন ।
Authorized ।। mizanur rahman