নিজস্ব প্রতিনিধি:
অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটির চাকুরীর প্রলোভন দেখিয়ে সিকিউরিটি এজেন্সির অফিসে আটকে রেখে শারীরিক ও পাশবিকভাবে নির্যাতন করে বিপুল অংকের মুক্তিপণ দাবির সাথে জড়িত প্রতারক চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১।গত ১৯ মার্চ ২০২৪ তারিখে বেস্ট এ্যাকশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের অনলাইনে চাকুরীর বিজ্ঞপ্তি দেখতে পেয়ে ভিকটিম সাকিব হোসেন ও তার পূর্ব পরিচিত ফারজানা আক্তার পাখি উভয়েই চাকুরীর প্রত্যাশায় উক্ত কোম্পানীতে আসলে কোম্পানীর লোকেরা তাদেরকে আটক করে শারিরীকভাবে নির্যাতন করে এবং ভিকটিমের পরিবারের নিকট ফোন দিয়ে মুক্তিপন বাবদ ৫ লক্ষ টাকা দাবি করে।বর্ণিত বিষয়ে একই তারিখে ভিকটিমের বাবা ছেলেকে উদ্ধারের জন্য র্যাব-১, সিপিএসসি,গাজীপুর এর নিকট আইনি সহায়তা কামনা করেন।র্যাব-১, সিপিএসসি,গাজীপুর উক্ত প্রতারক চক্রকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
২০ মার্চ ২০২৪ ইং তারিখ ১২.৫০ ঘটিকায় র্যাব-১,সিপিএসসি,গাজীপুর এর একটি আভিযানিক দল গাজীপুর জেলার গাছা এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়।এসময় ভিকটিম সাকিব ও ফারজানা ছাড়াও আরো ২৫ জন সহ সর্বমোট ২৭ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন প্রতারণার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। দীর্ঘদিন যাবৎ এই চক্রটি বিভিন্ন সময়ে বেস্ট এ্যাকশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামক প্রতিষ্ঠান এবং তাদের ব্যবহৃত মোবাইল নং-০১৭৯৬৮৭২৬৭১,০১৭৩৩৩৪৮১৬১, ০১৭৫০১৬৬৭১১,০১৭৬০১৩৫৯৬,০১৭১৭৫০৬০২১ এর মাধ্যমে অনলাইনে ভুয়া চাকুরীর বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার মাধ্যমে বিপুল অংকের অর্থ হাতিয়ে নেয়।
চক্রটি প্রায় ০৩ মাস যাবৎ এই প্রতারণা কার্যক্রম পরিচালনা করে আসছে। চক্রটির মোট সদস্য সংখ্যা ২০ জন এবং চক্রটির মূলহোতা গ্রেফতারকৃত ০৫ জন।চক্রের অন্যান্য সদস্যরা বিভিন্ন এলাকার চাকুরী প্রত্যাশীদের অর্থের বিনিময়ে চাকুরী দেয়ার কথা বলে এই চক্রের মূলহোতা গ্রেফতার।
Authorized ।। mizanur rahman