মোঃ নুরুন্নবী-বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ৪ ঠা মে ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনকে কেন্দ্র করে পাড়া মহল্লায় চায়ের স্টলে চলছে আলোচনা।এদিকে দলীয় প্রতিক না থাকায় নির্বাচনে সাধারণ ভোটার দের মাঝে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।এবার সাধারণ ভোটারা তাদের পছন্দের প্রার্থী কে ভোট দিতে পারবে বলে তাদের মধ্যে ভোটের আমেজ দেখা যাচ্ছে।এদিকে দলীয় প্রতিক না থাকায় চেয়ারম্যান পদে প্রায় হাফ ডজন প্রার্থীর গণ সংযোগ করছেন।সরেজমিন দেখা যাচ্ছে ৬ জন প্রার্থী ভোটের মধ্যে আলোচনা সৃষ্টি করছেন।
আলোচনা থাকা প্রার্থী গণ হচ্ছেন ১।আলহাজ্ব হারুন অর রশিদ হীরা।উপজেলার চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
২।আলহাজ্ব মীর ফারুক আহমেদ ফরিদ।সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি।৩।মোঃ খন্দকার মন্জুরুল ইসলাম তপন।সাবেক পৌর মেয়র,বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
৪।মোঃ মেহেদী হাসান রনি,সাবেক সহ-সভাপতি কেন্দ্রীয় ছাত্রলীগ,সাবেক সভাপতি কবি জসিম উদ্দিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়,বর্তমান উপ কমিটির পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ,৫।মোহাম্মদ আলী কিছলু,সাবেক উপজেলা চেয়ারম্যান,বর্তমান সদস্য টাংগাইল জেলা আওয়ামী লীগ,৬।আলহাজ্ব ওয়াদুদ তালুকদার সবুজ,সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Authorized ।। mizanur rahman