নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।আগুন লাগার প্রায় ১ ঘণ্টা পার হয়ে গেলেও তা নিয়ন্ত্রণ আসেনি।
রাত ১১ টায় সরেজমিনে দেখা যায়,ভবনের তিন তলায় কিছু লোক আটকে পড়েছেন।তারা বাঁচার আকুতি জানান এবং তাদের দ্রুত উদ্ধারের জন্য বলেন।পরে তাদের ডাকে সাড়া দিয়ে ফায়ার সার্ভিসের টার্ন টেবল লেডার(টিটিএল)ব্যবহার করে তৃতীয় তলায় পৌঁছান উদ্ধারকারীরা। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তৃতীয় তলার কাঁচ ভেঙে আটকে পড়াদের উদ্ধার করতে অভিযান শুরু করেন।
ভবনটির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আগুন লাগার প্রায় ১ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি।
Authorized ।। sangbadporto.com