নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী বাড্ডার বেরাইদ জেলেপাড়া এলাকায় একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ বলছে, তারা হলেন-গিয়াস উদ্দিন (৭২) ও তার ছেলে রাকিব হোসেন(৩০)।এদের মধ্যে ছেলে হোসেন(৩৩)গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং তার বাবা স্কুল শিক্ষক গিয়াস উদ্দিন (৭০) হৃদরোগে মারা গেছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ।মৃত রাকিব পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আর বাবা গিয়াস উদ্দিন পেশায় একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন।
বুধবার দিবাগত রাত ৮ টার দিকে বাড্ডা থানার জেলেপাড়া এলাকার মোবাক্কার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।পরে পুলিশ খবর পেয়ে ওই বাসা থেকে রাত সাড়ে ৯ টার পর তাদের দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি বাড্ডা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে,বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বেড়াইদ জেলেপাড়া এলাকায় মোবাক্করের বাসার নিচতলার ভাড়া বাসা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।এ সময় ছেলে রাকিব ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন এবং বাবা গিয়াস উদ্দিন বিছানায় শোয়া অবস্থায় ছিলেন।
পুলিশ আরও জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,ছেলে রাকিব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং বাবা গিয়াস উদ্দিন হৃদরোগে মারা গেছেন।তবে,ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত ভাবে বলা যাবে।এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
Authorized ।। mizanur rahman