মিজানুর রহমানঃ
রাজধানীর খিলক্ষেত এলাকায় প্রজাপতি পরিবহনের বাসে হিজড়াদের মারধরের শিকার হয়ে জায়েদ ঐশীক নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়।এবং বৃহস্পতিবার দুপুরে তার নাকের অপারেশন করানো হয়।বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উত্তরা-মহাখালী মহাসড়কের খিলক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,বুধবার সকালে কাওলা থেকে প্রজাপতি পরিবহন বাসে চড়ে শ্যামলী যাচ্ছিলেন ঐশীক।এদিকে খিলক্ষেত বাসস্ট্যান্ড থেকে দুইজন হিজড়া চাঁদার জন্য বাসে উঠে।যাত্রীদের কাছ থেকে চাঁদা তোলার এক পর্যায়ে ওই শিক্ষার্থীর কাছেও টাকা চাইলে সে ২০ টাকা দেয়ার পরও অতিরিক্ত টাকা দাবি করে হিজড়ারা।এ সময় অতিরিক্ত টাকা নিয়ে হিজড়াদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে হিজড়ারা ওই শিক্ষার্থীকে এলোপাতাড়ি কিল ঘুষি মারে।এতে ভুক্তভোগী শিক্ষার্থীর নাক দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। তখন সে বাস থেকে নেমে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য যায়।প্রায় দুই ঘন্টা চেষ্টার পর চিকিৎসা না পেয়ে উত্তর আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক নাকের অপারেশন করতে হবে বলে জানান।পরে আজ বৃহস্পতিবার সকালে তার অপারেশন সম্পন্ন হয়।
ওই শিক্ষার্থীর বাবা আবুল কালাম আজাদ বলেন,ছেলে একজন শিক্ষার্থী সে ২০ টাকা দিয়েছে এটাই অনেক বেশি।তারপরও তার সাথে এমন বেপরোয়া আচরণ কোন ভাবেই কাম্য নয়।এই পথ দিয়ে আমি নিজেও চলাচল করি হিজড়ারা সব সময়ই বাসে উঠে চাঁদার জন্য অশোভন আচরণ করে।এ ধরনের হয়রানি থেকে যেন সাধারণ মানুষ রক্ষা পায় সেজন্য সরকার ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
Authorized ।। sangbadporto.com