উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন
উৎসবমুখর ও অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির(২০২৪-২০২৬) মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।
নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন,শরীফ সান্টু এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো:দেলোয়ার হোসেন।দু’টি প্যানেলের মধ্যে এই নির্বাচন অনুষ্টিত হয়।শরীফ সান্টু ও দেলোয়ার হোসেন প্যানেল থেকে ৬ জন এবং অপর প্যানেল থেকে ১৫ জন নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উত্তরা ১২ নং সেক্টর পার্কে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন,সভাপতি শরীফ সান্টু,সিনিয়র সহ-সভাপতি:এ.কে.এম নাসির উল্যাহ,সহ-সভাপতি:মোহাম্মদ আক্তারুজ্জামান, সহ-সভাপতি মফিজ উদ্দিন সরকার,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.দেলোয়ার হোসেন,অর্থ সম্পাদক:কাজী মোঃ আবুল হাছান,সাংগঠনিক ও প্রচার সম্পাদক মোঃ মাজেদুল হক,নিরাপত্তা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাহীন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মনজুর হোসেন খান,স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ খালেদুর রহমান,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস নাহিদা বেগম,দপ্তর সম্পাদক হুসাইন এম.কবির,নির্বাহী সদস্য মোঃ নাসির উদ্দিন,নির্বাহী সদস্য:প্রকৌশলী মোঃ কবিরুজ্জামান,নির্বাহী সদস্য মোঃ সামসুল ইসলাম,নির্বাহী সদস্য মোঃ সুজন আলী।
নির্বাহী সদস্য মোঃ রুহুল ইসলাম,নির্বাহী সদস্য মোঃ ওবায়েদুর রহমান ও
নির্বাহী সদস্য হাসান মাহমুদ সুজন।এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন,ডঃ এ.টি.এম.শরীফ উল্লাহ,তার সহযোগী হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার এম.আর.বসুনীয়া ও নির্বাচন কমিশনার আবু সালেহ মোহাম্মদ শাহনেওয়াজ।