বুধবার যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে তুরাগ থানা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।দিবসের সূচনায় প্রথম প্রহরে রাত ১২টা ৩০ মিনিটে ধউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।এসময় তুরাগ থানা প্রেসক্লাব’ এর সভাপতি মোঃ সোহাগ মিয়া,সহ-সভাপতি মোহাম্মদ হৃদয় খান,সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান অভি,দপ্তর সম্পাদক মোঃ নূরনব্বী,সোহেল মাহমুদ সহ উক্ত ক্লাবের সকল সদস্য বূন্দ উপস্থিত ছিলেন।পরে শহিদ স্তম্ভে পর্যায়ক্রমে আওয়ামী লীগ- সহ বিভিন্ন রাজনৈতিক দল,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তুরাগ থানা প্রেসক্লাব প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যায় তুরাগ থানা প্রেসক্লাবের সকল সদস্যবূন্দ।বুধবার দুপুর ২:০০ সময় অসহায় পথশিশু ও এতিমখানার বাচ্চাদের নিয়ে সকল শহীদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন।খাবার বিতরণের উপস্থিত ছিলেন,তুরাগ থানা প্রেসক্লাবের উপদেষ্টা ও তুরাগ থানা কূষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন।আরও উপস্থিত ছিলেন,তুরাগ থানা প্রেসক্লাবে উপদেষ্টা মোঃ আলাউদ্দিন, উপদেষ্টা হাবিব,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ তুরাগ থানা প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Authorized ।। mizanur rahman