নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মিরপুর-১২,ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।আজ দুপুর ২ টায় ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের চেষ্টায় মিরপুর-১২ ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে আনে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।
আজ সোমবার দুপুরে“দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” মিডিয়া সেলের কর্মকর্তা (পরিদর্শক) মো:আনোয়ারুল ইসলাম জানান,সোমবার দুপুর ১২ টা ৫৭ মিনিটের সময় মিরপুর-১২,ঝিলপাড় বস্তিতে হঠাৎ করে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী।এরপর ১ টা ১০ মিনিটের সময় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্হলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে।
এরপর মিরপুর,পল্লবী ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে মোট ৮ টি ইউনিটের কর্মীরা ঘটনাস্হলে পৌঁছে তাদের সাথে যুক্ত হয়ে কাজ শুরু করে এবং আজ দুপুর ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।প্রাথমিক ভাবে আগুন লাগার সঠিক কারণ এবং কতগুলো বস্তি ঘরবাড়ি পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমান কত টাকা সেটা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আনোয়ারুল ইসলাম আরও জানান,এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এখন শুধু আগুনের ড্রাম্পিংয়ের কাজ চলছে।
Authorized ।। mizanur rahman