রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ জন ছিনতাইকারী ও ৩ জন চাঁদাবাজ সহ মোট ১১ জন অপরাধীকে গ্রেফতার করেছে
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৭টি ধারালো চাকু,২ টি মোবাইল ফোন,নগদ-৫৭০ টাকা ও ২টি কাঁঠের লাঠি উদ্ধার করা হয়।আজ সোমবার র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এম.জে. সোহেল এসব তথ্য জানান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল আজ মধ্যরাতে এবং রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেগ্রেফতারকৃত ব্যক্তিরা হলো,সাব্বির (২৮),রাব্বী (২১),মুন্না (২৫),মোঃ সুমন(২২) ও রাব্বী (২৩)মোঃ মামুন (২২),শরীফ (২২) ও মোঃ ফারুক (৩০)।আটককৃত তিন পরিবহন চাঁদাবাজ হলো,মোঃ আলমাছ মিয়া (৩৮),মো: বাবু (১৯) ও মোঃ ইমন (১৯)।মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ,নেত্রকোনা,ময়মনসিংহ,কিশোরগঞ্জ,মাদারীপুর,পটুয়াখালী ও ফেনী জেলায় তাদের গ্রামের বাড়ি।
এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোট ৭টি ধারালো চাকু ও দুটি ফোন সেট উদ্ধারমূলে জব্দ করা হয়।র্যাবের এ কর্মকর্তা জানান,এছাড়া একই রাতে র্যাব-১০ এর অপর একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক,কাভার্ড ভ্যান,লরী ও সিএনজি সহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা কালে ৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে।এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ-৫৭০ টাকা ও ২টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
র্যাব বলছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই এবং আন্তঃজেলা ট্রাক,কাভার্ড ভ্যান,লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলাপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা উত্তোলন করে আসছিল।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Authorized ।। mizanur rahman