মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলার মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম,এন এস আই’র ডিডি মিজানুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা.কাজী নাজিব হাসান,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস,মেহেরপুর জেলা আনসার ভিডিপি অফিসের সার্কেল এ্যাডজুটেন্ট আব্দুল্লাহ আল মামুন।এছাড়াও উপস্থিত ছিলেন বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপুন চক্রবর্তী,বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন প্রমুখ।
Authorized ।। mizanur rahman