মোঃ নুরুন্নবী বিশেষ প্রতিনিধিঃ
আজ টাংগাইল জেলা মির্জাপুর উপজেলা মসদই গ্রামবাসী আয়োজিত,মসদই গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম কবির এর উদ্যোক্তায় বাংলাদেশে টেপটেনিস ক্রিকেট জগতে মিনি বিশ্বকাপ নামে পরিচিত শহিদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট ২য় কোয়ালিফাই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় অতিথিদের বরণ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।খেলাটি নকআউট পর্বে আটটি দল অংশ নিচ্ছে।উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহীন খান সাবেক সরকারি কর্মকর্তা।প্রধান অতিথি ছিলেন মোঃ আওলাদ হোসেন সভাপতি উয়াশী ইউনিয়ন আওয়ামী লীগ। শহিদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের ৩য় কোয়ালিফাই ম্যাচে অংশ নেন বেক্সিমকো ঢাকা বনাম মাহমুদপুর ক্লাব।
খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রথম ইনিংসে ব্যাট করে বেক্সিমকো ২০ ওভারে ১৭৩ রান করে।দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে মামুদপুর।মামুদপুর তিন বল বাকি থাকতে জয়লাভ করে সেমিফাইনালে উঠে।মসদই এ-ই মাঠের খেলা এ-ই আয়োজন বাংলাদেশ সহ বহি বিশ্বে সুনাম রয়েছে।
Authorized ।। mizanur rahman