সোহেল রানা বাকেরগঞ্জ প্রতিনিধিঃবরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন এমপি মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক।
২৩ শে জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪:০০ টার সময় নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক এর নির্দেশক্রমে, তার প্রতিনিধি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া ও আওয়ামী লীগ নেতা নাসির খন্দকার, হারুন হাওলাদার এর উপস্থিতিতে অসহায় ও দুস্থদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
বাকেরগঞ্জের সাধারণ জনগন এই প্রচন্ড হাড় কাঁপান শীতের মাঝে কম্বল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। কম্বল বিতারনের সময় সাধারণ শ্রমিকেরা জানান, বিগত দিনে অনেক এমপি ছিলো কিন্তু তাদের বরাদ্দের কম্বল নেতাকর্মীদের মাঝে ভাগ হয়ে যেতো। এবছর নবনির্বাচিত এমপি মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক তার বরাদ্দের কম্বল আমাদের মাঝে বিতরণ করেছেন তাই আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Authorized ।। sangbadporto.com