মিজানুর রহমানঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রাত পোহালেই ভোট।নির্বাচন কমিশনার আইন অনুযায়ী শুক্রবার সকাল ৮ টা থেকে প্রচার-প্রচারনা বন্ধ হয়েছে।প্রচার-প্রচারনা বন্ধেও বসে নেই প্রার্থীরা তারা গুছাতে শুরু করেছেন পোলিং এজেন্ট এবং ঘুরে বেড়াচ্ছেন সেন্টার পরিদর্শনে।রাত পোহালেই হতে যাচ্ছে কাঙ্খিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল কেন্দ্রে নিরাপত্তা যোদ্ধার করা হয়েছে।বেশ কয়েক দিন যাবৎ প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা সকাল সন্ধ্যা প্রচার-প্রচারণা করেছেন নিজ প্রার্থীকে যোগ্য প্রমান করার লক্ষে।প্রার্থী সহ সমর্থকরা দিয়েছেন এলাকার সকল সমস্যার উন্নয়নের প্রতিশ্রুতি।ঢাকা-১৮ আসনে মোট ভোট কেন্দ্র ২১৭ টি,এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৮৮ হাজার ৬২৯ জন।মোট পুরুষ ভোটার তিন লক্ষ ১ হাজার ৯০৯ জন,মোট মহিলা ভোটার সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ৬৯৩ জন এবং হিজড়া ভোটার সংখ্যা মোট ৬ জন।
ঢাকা-১৮ আসন থেকে এবার প্রার্থীতা করছেন মোট ১০ জন।জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে নির্বাচন করছেন শেরীফা কাদের,আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ট্রাক প্রতিকে এস এম তোফাজ্জল হোসেন,কেটলি প্রতিক নিয়ে নির্বাচন করছেন খসরু চৌধুরী,মোড়া প্রতিকে নাজিম উদ্দীন,কল্যাণ পার্টির হাত ঘুড়ি মার্কা প্রতিকে দয়াল কুমার বড়ুয়া,ন্যাশনালিস্ট ফ্রন্ড বিএনএফ থেকে টেলিভিশন প্রতিকে আবুল কালাম আজাদ।ন্যাশনাল পিপলস পার্টির থেকে আম প্রতিকে নির্বাচন করছে জাকির হোসেন ভুইয়া,ঈগল প্রতিক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী বশির উদ্দিন,ফাহমিদা হক সুকন্যা সাংস্কৃতিক মুক্তিজোট দলে থেকে ছড়ি প্রতিক নিয়ে,তৃণমূল বিএনপির থেকে নির্বাচন করছেন মফিজুর রহমান তার নির্বাচনী প্রতিক হলো সোনালি আশঁ।
অনেক জল্পনা কল্পনার মাঝে কে হবেন আগামীর ঢাকা ১৮ আসনের আগামীর অভিভাবক এ নিয়ে ভাবছেন ভোটাররা।ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দিব।যিনি এমপি হয়ে ধাকা-১৮ আসনের উন্নয়নে কাজ করতে পারেন।এদিকে ২১৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৪ টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন খসরু চৌধুরী,তিনি বলেন,বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে জানতে পেরেছি কিছু লোকজন প্রভাব খাটিয়ে এ আসনের বিভিন্ন কেন্দ্রের ভোট ছিনিয়ে নিতে নীল নকশা করেছেন এবং সে পরিকল্পনা বাস্তবায়নে ভোট কেন্দ্রে সন্ত্রাস ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ভোট ডাকাতির পাঁয়তারা করছেন।
স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর দেয়া তথ্য অনুযায়ী ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে : উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ,আই ই এস স্কুল অ্যান্ড কলেজ,টাচস্টোন স্কুল অ্যান্ড কলেজ,আর এস আইডিয়াল হাই স্কুল,আদর্শ বিদ্যাপিঠ কুড়িল উত্তর,শেরে বাংলা আইডিয়াল হাই স্কুল, কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়,জসিম উদ্দিন ইনস্টিটিউট জোয়ার সাহারা,খিলক্ষেত ইসলামিয়া দাখিল মাদরাসা উত্তরা নামাপাড়া,কুর্মিটলা হাইস্কুল অ্যান্ড কলেজ খিলক্ষেত,কুর্মিটলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় খিলক্ষেত,ক্যানবেরা মডেল স্কুল কুড়িল, পাতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় খিলক্ষেত,কাঁচকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরখান,কাঁচকুড়া বিশ্ববিদ্যালয় কলেজ কাঁচকুড়া উত্তরখান,কাঁচকুড়া উচ্চ বিদ্যালয় উত্তরখান,উত্তরখান কলেজিয়েট স্কুল,উত্তরখান,উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় উত্তরখান,রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তরখান।
মৈনারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মৈনারটেক,মৈনারটেক সরকারি উচ্চ বিদ্যালয় উত্তরখান,হাজী বিল্লাত আদর্শ উচ্চ বিদ্যালয় দক্ষিণখান,ফায়দাবাদ আজগর উলুম মাদ্রাসা দক্ষিণখান,ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণখান,খন্দকার আদর্শ বিদ্যা নিকেতন দক্ষিণখান,উত্তরা আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ দক্ষিণখান,এমারত হোসেন উচ্চবিদ্যালয় দক্ষিণখান,এস এম মোজাম্মেল হোসেন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ দক্ষিণখান,বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় দক্ষিণখান ও বরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণখান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহা বিদ্যালয় আশকোনা দক্ষিণখান,বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় আশকোনা দক্ষিণখান,গাওয়াইর আদর্শ উচ্চবিদ্যালয় দক্ষিণখান, গাওয়াইর নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণখান,উদয়ন হাইস্কুল মোল্লারটেক দক্ষিণখান,উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোল্লারটেক দক্ষিণখান,আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজমপুর দক্ষিণখান,ট্যালেন্ট হাইস্কুল অ্যান্ড কলেজ আজমপুর।
রেনেসা পাবলিক হাইস্কুল আজমপুর,দেওয়ান পাড়া মডেল স্কুল এন্ড কলেজ দক্ষিণখান,নওয়াব হাবিবুল্লা স্কুল অ্যান্ড কলেজ,সেক্টর ৪,মাইলস্টোন কলেজ সেক্টর ১১,উত্তরা ল্যাবরেটরি হাইস্কুল সেক্টর ১৪,আই ই এস স্কুল অ্যান্ড কলেজ সেক্টর ৫,আনোয়ারা মান্নাফ গার্লস স্কুল অ্যান্ড কলেজ দলিপাড়া,কিশলয় একাডেমি বাইলজুরি হরিরামপুর,বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় বাউনিয়া,বাউনিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় বাউনিয়া,তাফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তাফালিয়া,শেরে বাংলা মডেল স্কুল পাকুরিয়া, দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,হরিরামপুর,দিয়াবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, দিয়াবাড়ি,ঢাকা মডেল হাই স্কুল হরিরামপুর।
Authorized ।। mizanur rahman