কুমিল্লা প্রতিনিধিঃ
শুধু হোমনার ভোটার নয়,দেশব্যাপী অনেক মানুষ মনে করেন,আওয়ামী লীগের এই স্বতন্ত্র প্রার্থীরাই আওয়ামী লীগকে ডোবাবে।আওয়ামী লীগকে টুকরো টুকরো করে ফেলবে।বুধবার(৩ জানুয়ারি)কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মজিদ তার নির্বাচনী জনসভা করেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে।হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন।তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি।
এর মানে দাঁড়ায়,বিগত দিনে আওয়ামীলীগ সরকারের নির্বাচনগুলো সঠিক হয়নি।বক্তব্যের মাঝে তিনি বিএনপি নেতা এম কে আনোয়ারের ভূয়সী প্রশংসা করেন।আওয়ামী লীগের একজন উপজেলা সভাপতি কিভাবে এটা করতে পারেন সেটা কারো বোধগম্য হচ্ছে না।স্থানীয় অনেকই বলে থাকেন,মজিদ সাহেব মূলত তার সম্পত্তি রক্ষার জন্যই রাজনীতির সাথে যুক্ত হয়েছেন।
যেভাবে তিনি তার জনসভায় নিজের মেয়েদের পরিচয় করিয়ে দিলেন,তাতে বলা যায় তিনি সম্ভবত উত্তরাধিকার রাজনীতির পথে হাটছেন।যার অংশ হিসেবে তিনি নিজের মেয়েদের রাজনীতিতে নিয়ে আসতে চাইছেন।
Authorized ।। mizanur rahman