মিজানুর রহমানঃ
তুরাগ রিপোর্টাস ক্লাব (টি আর সি)সিলেকশনে নির্বাচিত বিজয়ী কমিটির জমকলো আয়োজনে অনুষ্ঠিত হলো তুরাগ রিপোর্টাস ক্লাবের অভিষেক অনুষ্ঠান।৩০ শে ডিসেম্বর ২০২৩ ইং শনিবার রাত ০৮ টায় তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় তুরাগ রিপোর্টাস ক্লাবে অভিষেক অনুষ্ঠানটি হয়। আমন্ত্রিত অতিথিদের এবং নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়।
সত্যের সন্ধানে আমরা নির্ভীক,একতাই শক্তি,এই স্লোগানকে সামনে রেখে তুরাগ এলাকায় বসবাসরত পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে তুরাগ রিপোর্টাস ক্লাব তৈরী করা হয়।এ ঐক্য ধরে রাখতে আন্তরিক, সিনিয়র ও দক্ষ সাংবাদিকদের সমন্বয়ে গঠন করা হয়েছে তুরাগ রিপোর্টাস ক্লাব।শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।নতুন নির্বাচিত কমিটির প্রথম দিন থেকেই সাংবাদিকদের পাদচারণায় মুখর হয়ে ওঠে তুরাগ রিপোর্টাস ক্লাব।
উৎসবে উৎসবে পরিনত হয়েছে পুরো রিপোর্টাস ক্লাব প্রাঙ্গন।সবচেয়ে আনন্দের বিষয় হলো তুরাগ রিপোর্টাস ক্লাবে থাকবেনা কোন প্যানেল,থাকবেনা দ্বন্দ্ব,সবাই মিলে মিশে এক সাথে এক পরিবার হয়ে পথ চলবে।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও তুরাগ রিপোর্টাস ক্লাবের সম্মানিত উপদেষ্টা মোঃ নাসির উদ্দীন,তিনি তার বক্তব্যে বলেন,সংবাদকর্মীদের পাশে আছি এবং থাকবো,যে কোন প্রয়োজন আমি আপনাদের পাশে থেকে কাজ করে যাবো।আরও উপস্থিত ছিলেন,উপদেষ্টা মোঃ আলাউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী বিসমিল্লাহ ট্রেনিং সেন্টার,উপদেষ্টা মোঃ হাবিব বিশিষ্ট ব্যবসায়ী।বিজয় টিভির সাংবাদিক ও তুরাগ রিপোর্টাস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হৃদয় খান সহ নির্বাচিত কমিটির সদস্য ও সাধারণ সদস্য বূন্দ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তুরাগ রিপোর্টাস ক্লাবের নির্বাচিত সভাপতি মোঃ সোহাগ মিয়া(এশিয়ান টিভি)।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান(সিটি রিপোর্টার অপরাধ বিচিত্রা)।এ সময় তুরাগের কিছু ব্যবসায়ি ও গুনি ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে তুরাগ রিপোর্টাস ক্লাব কে স্বাগতম জানিয়েছেন।
Authorized ।। mizanur rahman