ডেস্ক রিপোর্ট:কুলা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ২ আসনে বিকল্পধারার প্রার্থী আমিনুল ইসলাম বুলু ।
শনিবার (৩০ডিসেম্বর) বিকালে নওপাড়া ইউনিয়নের জমাদার কান্দি, গিয়াসউদ্দিন হাওলাদারের কান্দি, মুন্সী কান্দি, সিকদার কান্দি, খালাসী কান্দিতে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সুরুজ জমাদার,আল আমিন জমাদার, সুমন, ফাহিম জমাদার, শাহালম মেলকার প্রমুখ।
তিনি নওপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি এ সময় পথচারীর সাথে শুভেচ্ছা বিনিময করেন এবং কুলা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
Authorized ।। sangbadporto.com