নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছু বিকল্পধারার মনোনয়ন প্রত্যাশী ৩ জনের কাছে মনোনয়ন ফরম বিক্রি করা হযেছে। এই নিয়ে ২২, ২৩ ও ২৪ নভেম্বর মোট ১১টি মনোনয়ন ফরম বিক্রি হলো। ২৪ নভেম্বর শুক্রবার মনোনয়ন ফরম কিনেছেন: ১৮১-ঢাকা -৮ আসনে আগা শামস্ মেহেদী কাজী, ১৩৭- টাঙ্গাইল -৮ আসনে মোহাম্মদ আবুল হাসেম, ৩৩- গাইবান্ধা-৫ আসনে মেহেদী হাসান শাকিল । উল্লেখ্য যে, গত ২২ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে অবস্থিত বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এই কার্যক্রম আগামী ২৫ নভেম্বর শনিবার অপরাহ্ন পর্যন্ত চলবে। একই দিন বিকেল ৪টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
Authorized ।। sangbadporto.com