মো:শাহজালাল জুয়েলঃ
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তফসীল ঘোষনা করায় ঢাকা মহানগর উত্তর আওয়ামিলীগের নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা ১৮ আসনের এম পি আলহাজ্ব হাবিব হাসান।বুধবার সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণার পর এ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি উত্তরা আজমপুর থেকে শুরু করে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর হয়ে আজমপুরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় এম পি হাবিব হাসান বলেন-
বঙ্গবন্ধু কন্যা-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নিশ্চিন্ত ভাবে জীবন যাপন করছে।আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন দেশের প্রতিটি মানুষ।দেশের উন্নয়ন থেমে নেই। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
এই সরকার ছাড়া বাংলাদেশের উন্নয়নের চিন্তাও করা যায় না।জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা রয়েছে।বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান।দেশের জনগণের উন্নয়ন চাইলে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
এ সময় ঢাকা মহানগর উত্তর-উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন আল সোহেলের নেত্রীত্বে বিশাল মিছিল এসে আনন্দ মিছিলে যোগ দেন।আনন্দ মিছিলে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামিম,কাউন্সিলর–শরিফুল ইসলাম,কাউন্সিলর-মুক্তিযুদ্ধা নাসিরউদ্দিন,আওয়ামী নেতা–মতিউর রহমান মতি,রবিউল ইসলাম রবি সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অবস্থিত ছিলেন।
Authorized ।। mizanur rahman