নিজস্ব প্রতিনিধি: এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এদের বিরুদ্ধেও পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি ।
বিএনপি’র চতুর্থ দফায় অবরোধের ৪৮ ঘন্টায় ১৩ ই নভেম্বর রোজ সোমবার অবরোধের দ্বিতীয় দিনে মিরপুর ১২ নম্বরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ বলেন, ‘আমাদের সরকার সমস্ত আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর। যারা আগুন সন্ত্রাস চালাচ্ছে, এরা দুষ্কৃতিকারী আর আগুন সন্ত্রাসের যারা নির্দেশদাতা-হুকুমদাতা-অর্থদাতা—এরাও অপরাধী। রাজনৈতিক দলের কর্মসূচি; ইন্টারনেটের মাধ্যমে উঁকি দিয়ে দিয়ে গাড়ি-ঘোড়া জ্বালানোর নির্দেশ দেয়! সুতরাং এরাও অপরাধী।
শেষ পর্যন্ত সমস্ত অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। আমরা নিশ্চুপ থাকতে পারি না। সাধারণ মানুষের গাড়ি-ঘোড়া পোড়াবে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারবে, সাংবাদিকদের ওপর হামলা পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে আমরা নিশ্চুপ থাকতে পারি না,’ বলেন তিনি।
তিনি আরো বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায়-দেশে প্রতিরোধ গড়ে তুলুন। এরা আজকে জাতির শত্রুতে পরিণত হয়েছে। ‘পাকিস্তানিদের বিরুদ্ধে যেমন পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়া হয়েছিল; পাকিস্তানি বাহিনীও মানুষকে জীবন্ত পোড়ায় নাই, তারা হত্যা করেছে। এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এদের বিরুদ্ধেও পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ আমাদের সরকার তাদেরকেই গ্রেপ্তার করছে, যারা এই আগুন সন্ত্রাসের সঙ্গে যুক্ত। হুকুমদাতা-অর্থদাতা, নির্দেশদাতা-আয়োজনকারী। সুতরাং এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই।
Authorized ।। sangbadporto.com