উত্তরা প্রতিনিধিঃ
ডেঙ্গু বিস্তার রোধ ও মশা নিধনের কার্যাক্রমকে বেগবান করতে মশক নিধন কর্মীদের বাইসাইকেল উপহার দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলর আনিছুর রহমান নাঈম।
ডিএনসিসির ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে মঙ্গলবার(২৯ আগস্ট) বিকেলে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
ডিএনসিসির ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম বলেন, ‘মশক নিধন কার্যক্রম যেন ব্যবহত না হয়।সেই সাথে কার্যক্রম যাতে বেগবান করার জন্য মশক কর্মীদের আমার কার্যালয়ের পক্ষ থেকে পাঁচটি বাইসাইকেল উপহার দিয়েছি।এতে দ্রুত গতিতে মশক কর্মীরা আমার ওয়ার্ডের মশা নিধন কার্যক্রম করতে পারবে।’
তিনি বলেন,মশক কর্মীদের বেতন সামান্য।অথচ একই এলাকায় দিনে চারবার হাজিরা দিতে হয়। এতে তাদের যাতায়াত খরচ অনেক চলে যায়। তাদের সাশ্রয়ী খরচেত জন্য এসব বাইসাইকেল দেওয়া হয়েছে।
এলাকাবাসীকে মশা নিধনের সহযোগীতার আহ্বান জানিয়ে কাউন্সিলর নাঈম বলেন,’আমি আশা করি,এতে মশক কর্মীদের কার্যক্রম আরো সুন্দর হবে। আপনারা যদি কোথাও মশার উৎপাদন কেন্দ্র দেখেন, কোথাও মশার ওষুধ ছিটানো প্রয়োজন হয়,তাহলে আমাদেরকে জানাবেন।আমরা দ্রুত সময়ের মধ্যে ওষুধ ছিটানোর ব্যবস্থা গ্রহণ করবো।
Authorized ।। mizanur rahman