টঙ্গী প্রতিনিধিঃ
গাজীপুর পূর্ব থানাধীন শিলমুন মধ্যপাড়া এলাকায় মোসাঃ শিমু আক্তার(১৯),পিতা-মো শাজাহান খান,মুদি দোকানের পাওনা টাকা চাইতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়,কেন গালাগালি করছে প্রতিবাদ করতে গেলে মারধরের শিকার হন শিমু আক্তার।পরবর্তীতে শিমু আক্তার তাহার বাবা কে সাথে নিয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন।সাইফুল ইসলাম শিমুল ও সোনিয়া আক্তার দুই জন মিলে শিমু আক্তার কে চর থাপ্পর ঘুসি মেরে লিলাফোলা জখম করে।সাইফুল ইসলাম শিমুল ও সোনিয়া আক্তার কে আসামি করে থানায় মামলা করেন।
মামলার এজহারে শিমু বলেন,আমার টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন জোগিরটেক এলাকায় একটি মুদির দোকানের ব্যবসা আছে তার।উক্ত আসামিগণ আমার দোকান থেকে প্রায় ১ বছর যাবত আমার দোকান থেকে বাকী খেয়ে টাকা দেয় দিচ্ছি করে যাচ্ছে,কিন্তু টাকা দিচ্ছে না।গত ০২/০৮/২০২৩ ইং তারিখ দুপুর অনুমানিক ০২.৩০ ঘটিকার সময় টঙ্গা পূর্ব থানাধীন শিলমুন জাগিরটেক সুজান মন্ডলের বাসার সামনের দোকানে আসে উক্ত বিবাদীগণ,বিবাদীগণ কে দেখে আমি তাহার নিকট আমার দোকান থেকে নেওয়া বাকী টাকা চাহিলে সে উত্তেজিত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি তাহার প্রতিবাদ করিলে উক্ত বিবাদী আমাকে চর-থাপ্পর মারিয়া নীলাফুলা জখম করে।
একপর্যায়ে ০২-নং বিবাদী ০১নং বিবাদীকে কাঠের চেলা আনিয়া দিলে ১নং বিবাদী হত্যার উদ্দেশ্যে আমার ডান কাদে হাড় ভাঙ্গার মতো জখম করে এবং পিঠে আঘাত করে।০২নং বিবাদী আমার গলায় থাকা ০৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যাহার মূল্য অনুমান 25,০০০/- টাকা এবং ০১নং বিবাদী আমার দোকানের ক্যাশ থাকা নগদ ২০,০০০/- টাকা দোকান থেকে জোরপূর্বক নিয়ে যায়।আমার ডাক চিৎকার শুনিয়া আশেপাশে লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীদ্বয় আমাকে খুন জখম সহ যে কোন ধরণের ক্ষতিসাধন করিবে বলিয়া হুমকি প্রদান করে চলে যায়।
পরবর্তীতে আশে পাশের লোকজনের সহায়তায় উদ্ধার করে আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল,টঙ্গী,গাজীপুর নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতাল,ঢাকায় রেফার্ড করে।উক্ত বিষয়টি আমি আমার আত্মীয়-স্বজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলাপ আলোচনা এবং চিকিৎসা গ্রহণ করিয়া থানায় আসিয়া অভিযোগ দাখিল করি,আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার সুস্থ বিচার চাই।
Authorized ।। mizanur rahman