বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
রবিবার (২৭ আগস্ট) বিকেল ৪ টায় কাকরধা একেএম ইনস্টিটিউট হল রুমে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়।ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে ও কাকরধা একেএম ইনস্টিটিউটের সভাপতি মীর মোঃ মহসিনের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শামসুল আলম চুন্নু।
বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রিয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক,কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা,কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ডক্টর মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল,কেন্দ্রিয় যুবলীগের সহ-সম্পাদক পিয়াল আহমেদ তালুকদার রাজিব।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাদল সিকদার,যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ,দাঁড়িয়াল শহিদুল ইসলাম হাওলাদার, দুধল ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জ্বল,দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার,ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুর রহমান,ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার চাপরাশী প্রমূখ।
অপর দিকে রবিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু কেশব লাল সরকার ও সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার।আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।
Authorized ।। mizanur rahman