নিজস্ব প্রতিবেদকঃ সোমবার (৩ জুলাই) বেলা ১১টায় ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত কমিটি শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক (এমপি) ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারন সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, বিদায়ী সভাপতি শরিফুর রহমান ও সাধারন সম্পাদক মো. মেরাজ এছাড়াও নব নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেরা রানা, যুগ্ম-সাধারন সম্পাদক ও শেরপুর জেলা ক্রীড়াসংস্থার সাধারন সম্পাদক মানিক দও, এডভোকেট রেদওয়ানুল হক আবীর, প্রচার সম্পাদক তপু সরকার হারুন, সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, কোষাধ্যক্ষ রওশন কবীর আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম চঞ্চল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন আলিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাসুম, নির্বাহী সদস্য সাবিহা জামান শাপলা, দেবাশীষ সাহা রায়, মহিউদ্দিন সোহেল উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়ের পর জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক (এমপি) সবাই’কে মিষ্টি মুখ করান এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলে সবার সাথে কুশল বিনিময় করেন।
Authorized ।। sangbadporto.com