24 December- 2024 ।। ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ


নাদিম হত্যার প্রতিবাদে উত্তরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

মিজানুর রহমানঃ
অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টি ফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন।সাংবাদিক নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা,প্রতিবাদ ও মানববন্ধন করেছেন রাজধানী উত্তরায় বসবাসরত সাংবাদিক কলামিষ্ট ও উত্তরা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।শনিবার বেলা ১১ টায় রাজধানী উত্তরা পূর্ব থানার পাশে ঢাকা বিমানবন্দর টঙ্গি মহাসড়কে উত্তরা প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।মানববন্ধন বেলা ১১ টায় শুরু হয়ে ১২ টা পর্যন্ত চলে এতে সাংবাদিক নেতারা আলোচনা করেন।

উত্তরা প্রেসক্লাবের সভাপতি মো:বদরুল আলম মজুমদারের সভাপতিত্বে এবং ক্লাবের জয়েন্ট সেক্রেটারির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম (দৈনিক যুগান্তর),সাবেক সভাপতি মো:রাসেল খান,(মানবকন্ঠ)প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন কমিশনার মনির হোসেন জীবন,(বাসস) সিনিয়র সাংবাদিক শেখ জুয়েল আদনান,সাধারণ সম্পাদক মো:দেলোয়ার হোসেন (যুগান্তর),দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আব্দুল্লাহ আল মামুন,একে আজাদ,(বিজয় টিভি),দপ্তর সম্পাদক জেমস্ একে হামীম (বৈশাখী টিভি)উত্তরা প্রেসক্লাবের নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার পুষন,সহ-সভাপতি মো: রিপন,অর্থ সম্পাদক শাকিবুল হাসান,সিনিয়র সদস্য বাবুল বিক্রমপুরী, হুমায়ন কবির, ইয়াসিন,মিজানুর রহমান(অভি)শাহজালাল জুয়েল সহ অন্যান্য নেতারা উপস্হিত ছিলেন।

উত্তরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।একই সাথে যারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মূলক শাস্তির ও দাবি জানানো হয়।

উল্লেখ্য,সাংবাদিক নাদিম জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের পুত্র।গত বুধবার (১৪ জুন) অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ও তার সহকর্মী আল মুজাহিদ বাবু।পথে বকশিগঞ্জ পাথাটিয়ায় এলে সামনে থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়।এরপর দেশীয় অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনে হিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যান এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন।সে সময় সহকর্মী মুজাহিদ তাদের আটকাতে গেলে তাকেও মারধর করা হয়।

পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মী মুজাহিদ ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। এরপর বৃহস্পতিবার (১৫ জুন) বেলা পৌনে ৩টার দিকে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়।আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে,শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া বকশীগঞ্জ সদর উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে তার বোনের বাসা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, র‌্যাবকে তার বোনের বাড়ির ঠিকানা দেওয়া হলে সেখানে গিয়ে তারা চেয়ারম্যান বাবুকে আটক করেছে।আজ পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলা ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,আজ সকাল ৭টার দিকে তাকে ধরে নিয়ে গেছে।র‌্যাব,সিভিল টিম এবং অনেক পুলিশ এসেছিল৷ঘটনাটি আমি জানি।এর আগে শুক্রবার (১৬ জুন) চেয়ারম্যান বাবুকে আওয়ামীলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।শুক্রবার বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত চিঠিতে সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত নেন।

এদিকে,সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় আজ শনিবার পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর এ ঘটনায় ১০জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জামালপুর জেলা পুলিশ সুপার।নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যদের অভিযোগ,জামালপুরের বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।

Authorized ।।
বিজ্ঞাপন


More News Of This Category


June 2023
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


সম্পাদকঃ মোহাম্মদ হৃদয় খান
নির্বাহী সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান.
সহকারী সম্পাদকঃ মোঃ সোহেল
অফিস ঠিকানাঃ
সেক্টর নং-১০,রোড নং-২৩,বাসা নং-৪৩
উত্তরা ঢাকা ১২৩০
মেইলঃ sangbadprto@gmail.com
ফোন নাম্বারঃ ০১৭০১৮৮৬৭৬৬ ০১৯১১৫৫৮৮৬৩।
টপ
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি’র গণসমাবেশ ১১ নং ভরপাশা ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালী ও আলোচনা সভা কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব ইজতেমা দুই পর্বে ৩১ জানুয়ারি-২ ফেব্রুয়ারি ও ৭-৯ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যা মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেপ্তার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া-স্বরাষ্ট্র উপদেষ্টা সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে বাঁচাতে বিএনপি নেতা মোস্তফা জামান