সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি’র স্ত্রী ও নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন,কামরুন্নেছা আশরাফ দীনা ছিলেন একাধারে রাজনীতিবিদ,ক্রীড়া সংগঠক ও সমাজসেবী।তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ নারী নেত্রীকে হারালো।
উল্লেখ্য,কামরুন্নেছা আশরাফ দীনা গতকাল (০১ মে ২০২৩,বৃহস্পতিবার) আনুমানিক রাত ১০:৩০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Authorized ।। mizanur rahman