ডেস্ক রিপোর্টঃরাজধানীর বিমানবন্দর এলাকা থেকে নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ। পুলিশ বলছে, গ্রেফতারকৃতের নাম মোঃ মহিউদ্দিন মহিম। চাঁদপুর জেলার কঁচুয়া থানার মনপুরা গ্রামের আব্দুল সোবহানের পুত্র। বর্তমানে সে রাজধানীর দক্ষিনবাড্ডা এলাকার জাগরণী ক্লাব দিল আদরা লায়লার বাড়ির ভাড়াটিয়া। আজ বুূধবার সন্ধ্যায় ডিএমপি’র বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৯ টার দিকে বিমানবন্দর থানার গোলচত্বর এলাকা থেকে টাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ মহিউদ্দিন ওরফে মহিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো জানান, গ্রেফতারের সময় তার নিকট থেকে তিন হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। ওসি আজিজুল হক মিঞা জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত মহিম ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। তাকে আজ বুধবার ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হলে বিঞ্চ আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Authorized ।। mohammed hridoy