গাজীপুর টঙ্গীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও গরিব পথচারী মানুষদের মাঝে ইফতার বিতর করেছেন সংগঠনটি।গতকাল বিকাল থেকে টঙ্গী স্টেশন রোড নতুন বাজার সহ বেশ কিছু এলাকায় ইফতার বিতরণী করেন।
বন্ধু মহল ফাউন্ডেশন এর আগেও বেশ কিছু সামাজিক কার্যক্রম করে গরীব দুঃখী অসহায় মেহনতী মানুষের পাশে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে কাজ করেছে।বন্ধু মহল ফাউন্ডেশন এর উদ্দেশ্য সমাজ কে দুর্নীতি মুক্ত ও মাদক মুক্ত করা।
বন্ধু মহল ফাউন্ডেশনের সভাপতি বলেন,তাদের এই সামাজিক কাজ অব্যাহত থাকবে তারা সামনে এর চেয়েও আরো ভালো কিছু করার আশা করছে।এইসব সামাজিক কর্মকাণ্ডে বন্ধু মহল ফাউন্ডেশনের কর্তৃপক্ষ ও সদস্যবৃন্দ সার্বিক ও আর্থিক সহযোগিতায় সব সময়ই থাকবে বলে আশা ব্যত্ত করেন।
Authorized ।। mizanur rahman