করোনা মহামারিতে কর্মজীবি ও ব্যবসায়ী বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন আহারের ফেরিওয়ালা প্রতি বছরের মানুষের পাশে থাকার চেষ্টা করেন।ঈদ উপহার বা দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে আহারের ফেরিওয়ালা পরিবার।
তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআনের পাখি শিশুদের নিয়ে ইফতার আয়োজন করে আহারের ফেরিওয়ালা।গতকাল এমআরএম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আনওয়ারুল মাদীনাতিল মুনাওয়ারা মাদ্রাসায় এ ইফতার মাহফিল ও মুসলিম উম্মাহর জন্য দোয়ার আয়োজন করা হয়।
আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে ছিলেন সুনামধন্য ইভেন্ট কোম্পানি এজেডআই আর্টজোণ ইনসাইড ও মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আহারের ফেরিওয়ালা পরিবারসহ উপস্থিত ছিলেন শুভাকাঙ্ক্ষী ও স্থায়ী দাতা সদস্যগণ।মাদ্রাসা কর্তৃপক্ষ মানবতার এ কাজকে স্বাগত জানিয়ে সঠিক ইসলাম পালনের তাগিদ দেন।
Authorized ।। mizanur rahman