মিজানুর রহমানঃ
ধনী নয়,ধ্যানীদের দলে এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশন।রাজধানী উত্তরা এলাকায় জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে পথ শিশু দরিদ্রদের মাঝে ২ টাকায় ইফতার বিতরন করেন।সংগঠনের পক্ষে পথ শিশুদের মাঝে ইফতার বিতরন করেন জেমস্ একে হামীম,মাহমুদুর রহমান,মিরাজ সিকদার,ও জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশন এর অতিথিবূন্দ।
ইফতার বিতরনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্টানে জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি জেমস এ কে হামিমের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন,সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন,অনুষ্টানটি সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান অভি, সাধারণ সম্পাদক, জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশন।
জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি জেমস এ কে হামিম বলেন,২০১৭ সাল থেকে সংগঠনটি ধার করানোর জন্য চেষ্টা করে যাচ্ছি।মানুষের ভালোবাসায় আজ হয় তো কিছু করার চেষ্টা করছি বলে মনে হচ্ছে।সবার সহযোগিতা পেলে আগামীতে আরও ভালো কিছু করতে পারবো।
জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক,মিজানুর রহমান অভি বলেন,পথ শিশুদের নিয়ে কাজ করতে অনেক ভালো লাগে।একটি পথ শিশুর হাতে একটা খাবার তুলে দিয়ে দেখেন না কত খুশি যাহা আপনি অনেক টাকা দিয়েও কিনতে পারবেন না।আমার সফলতা তখনই মনে হয় যখন দেখি আমার ও আমার সংগঠনের জন্য কারও মুখে হাসি ফুটে।
থেমে যাওয়ার জন্য নয়,বাধাই আসুক,আসতে পারে কোন কিছুতেই হাল ছাড়বেনা,”জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশন”ধনী নয় ধ্যানীদের দলে,আমরা আছি পথ শিশুদের পাশে।
অনুষ্টানে আরও আলোচনা করেন,আব্দুল্লাহ আল মামুন সম্পাদক প্রাণের বাংলাদেশ,মিরাজ সিকদার,মাহমুদুর রহমান বাবর,শাকিলা সুলতানা লুলু,শেখ রিপন ইসলাম,প্রমূখ।
Authorized ।। mizanur rahman