আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা,ইফতার মাহফিল ও আলোচনা সভা,শুক্রবার বিকেলে গাজীপুর শহরের শীববাড়ি মোড়ে ইউরো বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।নির্বাচন কমিশনার দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর মোঃ আল-মামুনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাসসের সিনিয়র রিপোর্টার মোঃ আতাউর রহমান,বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম জিইউজে’র সহ-সভাপতি এম এ সালাম শান্ত (সংবাদ প্রতিদিন),জিইউজে’র সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম (জনকন্ঠ),জিইউজের’র সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (মুক্ত বলাকা),বাসন মেট্রো থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুস সোবাহান,জিইউজে’র প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ(বাসস)সহ সাংবাদিক মোহাম্মদ আলী ভূঁইয়া,আশরাফুল আলম আইয়ুব প্রমুখ।
আলোচনা পর্বের পর আনুষ্ঠানিক ভাবে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।বিজয়ীরা হলেন- সভাপতি-মোঃ আতাউর রহমান,সাধারণ সম্পাদক-এম এ সালাম শান্ত,সহ-সভাপতি-মোঃ আলমগীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ নুরুল আমিন সিকদার,কোষাধ্যক্ষ-মোঃ মনিরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ আলী ভূঁইয়া,দপ্তর সম্পাদক-মোঃ কামাল হোসেন বাবুল,প্রচার সম্পাদক-আব্দুস সালাম রানা ও নির্বাহী সদস্য-মাফুজা আফরিন মনি।
Authorized ।। mizanur rahman