মিজানুর রহমানঃ
দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রূপায়ণ সিটি উত্তরায় এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটির গ্রাহকগণ প্রিমিয়াম কণ্ডো ও স্কাই ভিলা ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফি’র মাধ্যমে গৃহঋণ সুবিধা পাবেন।রূপায়ন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এসময় রূপায়ন সিটি উত্তরার পক্ষে জিএম(কাস্টমার সার্ভিস ডিভিশন)জায়দুর রশীদ,জিএম ও হেড অফ মার্কেটিং গোস্বামী অসীম রঞ্জন,জিএম ও হেড অফ ফাইন্যান্স মোঃ মোর্শেদ আলম,ডেপুটি জেনারেল ম্যানেজার(সি.আর,লোন ও রেজিস্ট্রেশন)শামীম আহমেদ,সহকারী ব্যবস্থাপক (লোন ও রেজিস্ট্রেশন)মোঃ ফিরোজ কবির এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পক্ষে কর্পোরেট প্রধান সাদিক ইসতিয়াক,ম্যানেজার এবং হেড অফ এইচআর এবং অ্যাডমিন (ইন-চার্জ) মোঃ জসিম উদ্দিন খান,ডেপুটি ম্যানেজার ও হেড অব এসএমই (ইন-চার্জ) মোঃ আমির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Authorized ।। mizanur rahman