চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি,বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন,বরেণ্য রাজনীতিবিদ মোছলেম উদ্দিন আহমদ তাঁর মেধা ও দক্ষতা দিয়ে সমাজ উন্নয়ন,জনসেবা এবং গণতন্ত্র রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৭ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷তিনি দুই বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Authorized ।। mizanur rahman