মোঃ মিজানুর রহমানঃ
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান(এমপি) বলেছেন,আজকের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যট।তমরাই আগামী দিনের দেশের চালিকা শক্তি।তাই স্মার্ট বাংলাদেশ গড়তে সু-শিক্ষার কোন বিকল্প নেই।
রোববার দুপুরে উত্তরার সুপরিচিত ও সনামধন্য বিদ্যাপীঠ নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহিনুর মিয়ায় আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সাংসদ আলহাজ্ব হাবিব হাসান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডিএনসিসির ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি.এম শামীম,উত্তরা ৪ নং সেক্টর কল্যান সমিতির সভাপতি মেজর (অবঃ) আনিছুর রহমান,উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: সাব্বির আহমেদ খান এবং এম. এম. রাজু আহাম্মেদ,সদস্য,ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মতিউল হক রোটারিয়ান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ডিএনসিসির ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান,৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ,৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া,৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ,১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসহাক মিয়া,৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল,ইঞ্জিঃ আনোয়ারুল ইসলাম রবিন ও বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ।
Authorized ।। mizanur rahman