চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ওয়ালটনমোড়স্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ এর খবর পাওয়া গেছে,পরে পৌর এলাকার মেথরপাড়া এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরনে একজন গুরুতর আহত হয়।চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন সদ্য নৌকা প্রতীকের বিজয়ী এমপি আব্দুল ওদুদ বিশ্বাসের নিজস্ব কার্যালয় এর সামনে নৌকার স্টিকারযুক্ত প্রাইভেট কার লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে,তার আগে ৩ জানুয়ারি শুক্রবার রাতে জেলা আ’লীগ কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতরা।
জানা যায় নৌকার স্টিকারযুক্ত গাড়িটি লক্ষ্য করেই ককটেল ছুড়ে মারা হয়,কিন্তু ককটেলটি জেলা আওয়ামীলীগ কার্যালয় সামনের রাস্তায় বিস্ফোরিত হয়।পরে গারিটি লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে দু’টি মটরবাইক ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এমনটি জানায় উপস্থিত স্থানীয়রা,ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ ও সদর সার্কেল এসপিসহ অন্যান্য প্রশাসনিক ব্যাক্তিবর্গ।সে সময় মটরবাইক দু’টি পুলিশ হেফাজতে নেয়া হয় বলে জানায় এলাকাবাসি।এ বিষয়ে পুলিশ প্রশাসনের কোনও বক্তব্য পাওয়া যায়নি রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত।
অপর দিকে পৌর এলাকার মেথরপাড়া মোড়স্থ আরও একটি ককটেল বিস্ফোরন হয়।এতে মসজিদপাড়া বাসিন্দা আনোয়ারুল ইসলাম আনোয়ারের ছেলে ইব্রাহীম(৩২) নামে এক যুবক গুরুত আহতাবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতাল প্রাথমিক চিকিৎসা নেয়। পরে হাসপাতালে কর্মরত চিকিৎসক আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী স্থানান্তর করেন,পরিবারের ইচ্ছায় সদর হাসপাতাল এলাকার লাইফ কেয়ার ক্লিনিকে চিকিৎসাধীন দেখা যায় আহত ব্যক্তিকে।এ বিষয়ে প্রশাসনিক (আইনগত) পদক্ষেপ প্রকৃয়াধীন বলে আংশিক জানা গেছে নির্ভরযোগ্য একাধিক সূত্রে।
Authorized ।। sangbadporto.com