আশুলিয়া প্রতিনিধিঃ অদ্য ২৬ জানুয়ারি ২০২৩ খ্রি.রাত ০১.৩০ ঘটিকার সময় র্যাব-১৪,সিপিসি-০৩,টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানাধীন রেডিও কলোনী এলাকা হতে আমৃত্যু সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ রেজাউল ইসলাম @ রেজা(৩৫),পিতা: মোঃ শামছু মিয়া,সাং: ডুবাইল,থানা: দেলদুয়ার,জেলা: টাঙ্গাইল আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে,টাঙ্গাইল জেলার বাসাইল থানার মামলা নং-০৪,তারিখ-১৫/০৯/২০১০ খ্রিঃ,জিআর নং-৪৭৮/২০১০ এ গত ০৮ জুন ২০২২ খ্রিঃ তারিখ বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ,প্রথম আদালত,টাঙ্গাইল উক্ত মামলায় উক্ত আসামীকে আমৃত্যু সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।উক্ত মামলা বিচার চলাকালীন সময় থেকেই আসামী মোঃ রেজাউল ইসলাম @ রেজা পলাতক ছিলেন।উক্ত আসামী গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অবস্থান করে আত্মগোপনে ছিল।আসামীকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় ইতোমধ্যে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
Authorized ।। mizanur rahman