মোঃ মিজানুর রহমানঃ
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।এরই মধ্যে প্রস্তুত হয়েছে ইজতেমা ময়দান।ইজতেমার এ পর্বে অংশ নিতে গতকাল বুধবার ভোর থেকেই দেশ-বিদেশের মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন।প্রথম জামাত পর্বের মতো এবারও সমান সংখ্যক মুসল্লি উপস্থিত থাকবেন বলে আশা করছেন ইজতেমা আয়োজক কমিটির।আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব।
বুধবার ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায় মুসল্লিরা মালপত্রের ব্যাগ,বস্তা ও লাগেজ নিয়ে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন।তাঁরা জানান,হেঁটে,ট্রাকে,পিকআপে যে যেভাবে পেরেছেন ইজতেমায় পৌঁছেছেন।মাওলানা সাদপন্থি তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান,ইজতেমায় বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।এখানে তাঁরা শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান।
মোহাম্মদ সায়েম বলেন,নিজাম উদ্দিনের ৫০ জনের একটি জামাত বুধবারই ময়দানে চলে এসেছে।পাকিস্তানের জামাত ও নিজাম উদ্দিনের জামাত থেকে মেহমানরা আসছেন।তাঁদের উপস্থিতিতে রাতে মাসহারা হবে।তিনি আরও বলেন,দেশের সব জেলা থেকে ৮৫ খিত্তার নজমের ময়দানে চলে এসেছে।প্রতি খিতার জামাত,সেন্ট্রাল জামাতসহ দুই জামাতের প্রায় ২০ হাজার সাথি ময়দানে অবস্থান করছেন।তাঁদের নিয়ে সকাল থেকে ময়দানের বিভিন্ন বিষয়ে বয়ান হয়েছে।এশার নামাজের পরে নিজাম উদ্দিনের হজরতরা মাসহারায় বসবেন।এটাই ইজতেমার মূল মাসহারা।
Authorized ।। mizanur rahman