24 December- 2024 ।। ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ


সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাবিবুল বারি হাবিব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সামাজিক কাজ ও জনকল্যাণে অবদান রাখায় সম্মাননা পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক হাবিবুল বারি হাবিব।তিনি দীর্ঘদিন যাবৎ জাতীয় ইংরেজি দৈনিক “The Bangladesh Today” ও “দৈনিক সোনালী খবর”সহ বিভিন্ন মিডিয়ায় কাজ করে আসছেন।মঙ্গলবার ১৭ই জানুয়ারি ২০২৩ শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি’র পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা দেয়া হয়।সংগঠনটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেয়া হয়।গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির সভাপতি মো: আলমগীর জয় এর সভাপতিত্বে এবং আজিজা কাওসার ও খাদিমুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আবুল হায়াত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:জুবায়ের হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো:আরিফুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড.আবু বকর সিদ্দিক,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো:রফিকুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো:বজলুর রশিদ সোনু।উল্লেখ্য,দীর্ঘদিন যাবত সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন এলাকার দরিদ্র,অসহায় ও সুবিধাবঞ্ছিত মানুষের পাশে বিভিন্ন ভাবে দাঁড়িয়েছেন সাংবাদিক হাবিবুল বারি হাবিব।গত ২০১৭ সালে অসহায় ও সুবিধাবঞ্চিত সহ সকল শিশুদের কল্যাণে শিশুকল্যাণ মূলক সংগঠন “শিবগঞ্জ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন” নামে একটি সংগঠনও প্রতিষ্ঠা করেন তরুন এই সাংবাদিক । শিশু উন্নয়নমূলক এই সংগঠনের মাধ্যমে ব্যক্তিগত ফান্ড,সমাজের প্রতিভাবান ও বিত্তশালীদের সহযোগীতা এবং জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগীতা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে শিশুসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

শীতবস্ত্র বিতরণ,পোশাক বিতরণ,অভুক্তদের খাদ্য প্রদান,বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ,অসহায় রোগীদের ঔষধ প্রদান,বিনামূল্যে রক্ত প্রদান ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান সহ বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের সহযোগীতা করে আসছেন এই তরুণ সাংবাদিক।অনেক সময় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা সহ জনপ্রতিনিধি ও প্রশাসনের চোখের আড়ালে থাকা প্রত্যন্ত অঞ্চল ও পাড়া গাঁয়ে গিয়ে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের অসহায়ত্বের চিত্র লেখনি এবং ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে জনপ্রতিনিধি,প্রশাসন ও বিত্তবানদের নজরে নিয়ে আসেন তিনি।এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক হাবিবুল বারি হাবিব জানান,মানুষকে মহান আল্লাহ তা’আলা সৃষ্টিই করেছেন মানুষের কল্যাণের জন্য।

আমরা নিজের জন্য কি করলাম সেটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি মানুষ হিসেবে মানুষের জন্য কি করলাম।ছোট মানুষ হিসেবে চেষ্টা করেছি শিশুদের সহ অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে এবং ভবিষ্যতেও করেই যাব ইনশাআল্লাহ।এক্ষেত্রে প্রশাসন,জনপ্রতিনধিগণ এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ সহ অনেকেই আমাকে উৎসাহ ও ভালোবাসা দিয়ে সহযোগীতা করেছেন।আমি সকলের প্রতি কৃতজ্ঞ,আমাকে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি যে সম্মাননা প্রদান করেছেন,আমি আসলে সেটির যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি বলে মনে করছি।তবুও এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ,ভবিষ্যতে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি ।

Authorized ।।
বিজ্ঞাপন


More News Of This Category


January 2023
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


সম্পাদকঃ মোহাম্মদ হৃদয় খান
নির্বাহী সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান.
সহকারী সম্পাদকঃ মোঃ সোহেল
অফিস ঠিকানাঃ
সেক্টর নং-১০,রোড নং-২৩,বাসা নং-৪৩
উত্তরা ঢাকা ১২৩০
মেইলঃ sangbadprto@gmail.com
ফোন নাম্বারঃ ০১৭০১৮৮৬৭৬৬ ০১৯১১৫৫৮৮৬৩।
টপ
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি’র গণসমাবেশ ১১ নং ভরপাশা ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালী ও আলোচনা সভা কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব ইজতেমা দুই পর্বে ৩১ জানুয়ারি-২ ফেব্রুয়ারি ও ৭-৯ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যা মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেপ্তার বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া-স্বরাষ্ট্র উপদেষ্টা সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে বাঁচাতে বিএনপি নেতা মোস্তফা জামান