মোঃ মিজানুর রহমানঃ রাজধানী উত্তরা তুরাগের দলিপারা এলাকার বাসিন্দা উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাগরিক টেলিভিশন ও দৈনিক মানব কন্ঠের সাংবাদিক রাসেল খানের পিতা নব্বই দশকের বিশিষ্ট বাউল শিল্পী মোনায়েম হোসেন খান নিজ বাসভবনে চিরনিদ্রায় শায়িত হয়েছেন,(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত এ্যজমা জনিত শ্বাসকষ্টে ভুগছিলেন।শনিবার বাদ আছর দলিপাড়া জামে মসজিদে জানাজার নামাজ শেষে মরহুমের মরদেহ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মরহুমের জানাযায় অংশগ্রহন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক ব্যক্তি,বাউল শিল্পী সহ উত্তরা প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক ও সকল সদস্য সহ উত্তরায় বসবাসরত সাংবাদিক বৃন্দ।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।তিনি ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
Authorized ।। mizanur rahman