এম এইচ কামাল বাকেরগঞ্জঃ বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বাকেরগঞ্জের কৃতিসন্তান আগামী জাতীয় সংসদের উন্নয়ন বঞ্চিত বাকেরগঞ্জ-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী বিশ্বাস মতিউর রহমান বাদশা বলেছেন, ‘স্বল্পস্থায়ী জীবনে যিশুখ্রিস্ট মানুষকে শান্তি,সাম্য ভালোবাসার পথে আহ্বান করেছেন।হিংসা,বিদ্বেষ ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন তিনি।শনিবার(২৪ ডিসেম্বর) শুভ বড়দিন উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন।তিনি বলেন,‘শুভ বড়দিন,রবিবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের শুভ জন্মদিন।
এ দিন জেরুজালেমের কাছে বেথলেহেম নগরীতে জন্ম নেন যিশু। পবিত্র এ দিনে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।খ্রিস্টধর্মের অনুসারী বিশ্বের সব মানুষের জন্য আমার অফুরান ভালোবাসা।স্বল্পস্থায়ী জীবনে যিশুখ্রিস্ট মানুষকে শান্তি,সাম্য ও ভালোবাসার পথে আহ্বান করেছেন।হিংসা,বিদ্বেষ ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন তিনি।সংযম ও পরম সহিষ্ণুতা দিয়ে যিশু জয় করে ছিলেন মানুষের হৃদয়।শত নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা হয়ে থাকবেন তিনি।
তিনি আরও বলেন,‘প্রতি বছর এ দিন সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের খৃস্টান সম্প্রদায়ও অত্যান্ত আনন্দঘন পরিবেশে শুভ বড়দিন উদযাপন করেন।এ শুভ দিনের উৎসব আয়োজনে এ দেশের মুসলমান,হিন্দু,বৌদ্ধ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নির্দশন দৃশ্যমান হয় এদিন।আশা করছি,সবাই বড়দিনের উৎসবে অংশ নেবেন।আমি বিশ্বাস করি,আমাদের শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে।সবার জন্য অসীম শুভ কামনা।
Authorized ।। mohammed hridoy