সিরাজগঞ্জ প্রতিনিধি: কামারখন্দ উপজেলায় কর্ণসূতি গ্রামে ভাসুর তারা সরকারের ছুরিকাঘাতে পারভীন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কর্ণসূতি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত পারভীন ওই গ্রামের চাঁদ আলী সরকার স্ত্রী।এ ঘটনায় অভিযুক্ত ভাসুর তারা সরকারকে (৭১) আটক করেছে পুলিশ।নিহত পারভীনের পুত্রবধূ খুশি খাতুন জানান,গত ৬ ডিসেম্বর রাতে আমি শারিরীক অসুস্থ থাকায় ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলে আমার স্বামী ঘরের দরজা আংশিক বন্ধ করে বিশ্বকাপ খেলা দেখতে বাহিরে যায়।এর এক পর্যায়ে প্রতিবেশী রুবেল আমার শয়নকক্ষে প্রবেশ করে।এসময় আমার স্বামী আসলে রুবেলকে আমাদের শয়নকক্ষে দেখে ধরতে গেলে সে পালিয়ে যায়।পরবর্তীতে বিষয়টি তার পরিবারকে জানালে তারা স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেন।
তিনি আরও জানান,তারই ধারাবাহিকতায় মঙ্গলবার শালিসী বৈঠকে উভয় পক্ষের সমঝোতায় বিষয়টি মীমাংসা করা হয়।শালিসি বৈঠক শেষে আমাদের পূর্বের পারিবারিক ঝামেলা নিয়ে আমাদের সাথে তারা সরকারের পরিবারের তুমুল ঝগড়া ও মারপিট আরম্ভ হয়।ঘটনার এক পর্যায়ে আচমকা আমার বড় চাচা শ্বশুর সত্তরোধ্ব তারা সরকার তার কাছে থাকা ধারালো ছুরি দ্বারা তার বুকে আঘাত করে।এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান,পারভীনদের একটি ঘটনা সালিসি বৈঠকে মীমাংসা শেষে পূর্ব শত্রুতার জেরে পারভীনের ভাসুর তারা সরকার পারভীনকে ছুরিকাঘাত করে।এতে পারভীনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ঘাতক তারা সরকারকে আটক করা হয়েছে এবং থানায় চাঁদ আলী সরকারের ছেলে রিপন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে।আসামী অসুস্থ থাকায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওযা হচ্ছে।সুস্থ্য হলে আদালতে প্রেরণ করা হবে।
Authorized ।। sangbadporto.com